দিঘার সমুদ্রের ঢেউয়ে তলিয়ে পর্যটকের মৃত্যু

দিঘায় বেড়াতে এসে সমুদ্রস্নানে নেমে মৃত্যু হল এক পর্যটকের। মাঝবয়সী ওই পর্যটকের নাম কল্যাণ দাস এবং তিনি কলকাতার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। তিনি তাঁর বন্ধুদের সঙ্গে দিঘায় বেড়াতে এসেছিলেন বলে জানা গিয়েছে।

রবিবার সকালে ওল্ড দিঘার সি হক ঘাটে একাই সমুদ্রস্নানে নেমেছিলেন কল্যাণ দাস। আচমকাই উত্তাল হয়ে ওঠে সমুদ্র। সমুদ্রের ঢেউয়ে ওই ব্যক্তি তলিয়ে যান বলে জানিয়েছে পুলিশ। কিছুক্ষণ পরে তাঁর নিথর দেহ উদ্ধার করেন নুলিয়ারা।

প্রসঙ্গত, গত একবছর করোনার জেরে রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র দীঘায় পর্যটকদের ভিড় তেমনভাবে দেখা যায়নি। করোনা পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হতেই পর্যটকদের আনাগোনা বেড়েছে। প্রায় দিনই পর্যটকদের ঢল নামছে সমুদ্র সৈকতে। আর সেখানেই ঘটছে বিপত্তি।