এখনই বিদায় নিচ্ছে না শীত! সপ্তাহের শেষে ফের এক দফা ঠান্ডা পড়তে চলেছে বাংলায়

গরম লাগছে? বাইরে বেরলেই ঘাম হচ্ছে? কেউ কেউ ইতিমধ্যেই লেপ-কম্বল তুলে রাখলেও, আবহাওয়া অফিসের পূর্বাভাস বলছে—এখনই শীত বিদায় নিচ্ছে না! সপ্তাহের শেষে ফের এক দফা ঠান্ডা পড়তে চলেছে বাংলায়।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, শুক্রবার থেকেই তাপমাত্রার পারদ নামতে শুরু করবে। শনিবার ও রবিবার কলকাতায় তাপমাত্রা নেমে আসতে পারে ১৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। অন্যদিকে, পুরুলিয়ায় ফের পারদ ১০ ডিগ্রিতে নামার সম্ভাবনা রয়েছে। বাঁকুড়া ও বীরভূমে তাপমাত্রা থাকতে পারে ১৩ ডিগ্রির ঘরে। তবে দিনের বেলায় শীতের অনুভূতি সেভাবে পাওয়া যাবে না।
আবহাওয়ার পরিবর্তন ও তাপমাত্রার পূর্বাভাস
বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৬ ডিগ্রি সেলসিয়াস, তবে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি। শুক্রবারের পর থেকে পারদ নামতে শুরু করবে এবং শনিবার থেকে তা ১৬-১৭ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে।
গত কয়েকদিন ধরে বাংলার আকাশে কখনও কুয়াশা, কখনও মেঘলা আবহাওয়া ছিল লক্ষ্যণীয়। তবে তেমন বৃষ্টি হয়নি। কুয়াশার দাপটের ফলে বিমান চলাচলে সমস্যা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সপ্তাহান্তে শীতের কামড় আবার অনুভূত হলেও, দিনের বেলায় গরমভাব বজায় থাকবে। তাই শীতের পোশাক একেবারে গুছিয়ে রাখার আগে আরেকটু অপেক্ষা করাই ভালো!