লটারির দোকানের আড়ালেই চলত এই গোপন ব্যবসা, প্রতিবাদ করতেই ‘মার’ তৃণমূল কর্মীকে

পশ্চিমবঙ্গের বারুইপুরের বেলেগাছি গ্রাম পঞ্চায়েতের বিদ্যাধরী পল্লিতে তৃণমূল কর্মী বিজয় রায়ের ওপর বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। তৃণমূল পঞ্চায়েত সদস্যা মুনমুন মণ্ডল এবং তাঁর স্বামী গৌতম মণ্ডল অভিযুক্ত বলে জানা গেছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিজয় রায় গত মঙ্গলবার রাতে যখন রাস্তায় একা ছিলেন, তখন গৌতম মণ্ডল এবং তাঁর স্ত্রী মুনমুন রায় তাঁকে মারধর করেন। বিজয়ের অভিযোগ, গৌতম মণ্ডল স্থানীয় লটারি দোকানে সাট্টার ঠেক চালাচ্ছিলেন, আর তিনি এর প্রতিবাদ করেছিলেন। এর পরেই এই হামলার ঘটনা ঘটে। মারধরের সময় অভিযুক্তরা একে অপরকে ভিডিও করেন এবং তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

তবে অভিযুক্ত গৌতম মণ্ডল ও তাঁর স্ত্রীর দাবি, বিজয় রায় তাঁর মায়ের দোকানে ৬০ টাকা বাকি রেখেছিলেন এবং সেই টাকা চাওয়ার পর বিজয় মুনমুন মণ্ডলের মাকে মারধর করেন। তাদের দাবি, ওই মারধরের প্রতিশোধ নিতে বিজয়কে রাস্তায় তুলে আক্রমণ করা হয়। পরবর্তীতে এই ঘটনা নিয়ে বিজয় এবং তার লোকজন পাল্টা গৌতম মণ্ডলের লটারি দোকানটি ভেঙে রাস্তায় ফেলে দেয়।

এমন পরিস্থিতিতে এখনও পর্যন্ত পুলিশ কোনও গ্রেফতার বা আটক করেছে বলে খবর নেই। তবে বেলেগাছি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল চেয়ারম্যান সাইফুদ্দিন মোল্লা জানিয়েছেন, প্রশাসন বিষয়টি দেখছে এবং তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং তৃণমূল কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি এখন পুলিশের নজরে রয়েছে, তবে স্থানীয়দের মধ্যে পরিস্থিতি শান্ত রাখতে প্রশাসন সতর্ক রয়েছে।