‘দেবা’ ছবির প্রচারে কলকাতায় শাহিদ কাপুর, বলিউড তারকাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন এড়ালেন অভিনেতা

বলিউডের তারকা শাহিদ কাপুর সম্প্রতি তাঁর নতুন ছবি ‘দেবা’-এর প্রচারের জন্য কলকাতায় আসেন। একটি সাংবাদিক বৈঠকের পর চায়ের টেবিলে কলকাতার সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় মজেছিলেন শাহিদ। ছবির নায়িকা পূজা হেগড়েও উপস্থিত ছিলেন। শাহিদ ছবিতে একজন পুলিশ চরিত্রে অভিনয় করছেন, আর সাংবাদিকরা তাঁকে একটি সুনির্দিষ্ট প্রশ্নে জিজ্ঞাসা করেন—‘বলিউড তারকাদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আপনার কী মত?’
প্রশ্নের উত্তর দিতে গিয়ে শাহিদ এক মুহূর্তও দেরি না করে হেসে বললেন, “একটা প্রশ্নের সূত্র ধরে কীভাবে এই প্রশ্নটা চলে এলেন আপনারা! তবে, আমি সিকিওরিটি গার্ডের চরিত্রে অভিনয় করছি না ‘দেবা’-তে। এটাই আমার উত্তর।” তিনি এও বুঝিয়ে দেন যে, সইফ আলি খানের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তাঁর কাছে মন্তব্য পাওয়াটা সহজ হবে না। শাহিদ এমনভাবে বিষয়টি সামাল দেন যেন বিষয়টি ব্যক্তিগত হয়ে না যায়।
আগামী শুক্রবার মুক্তি পাচ্ছে ‘দেবা’, এবং শাহিদ জানিয়েছেন যে, ছবির শুটিং করার সময় তিনি খুব উপভোগ করেন, তবে মুক্তির দু’দিন আগে কিছুটা টেনশনও থাকে। তাঁর সাম্প্রতিক ব্লকবাস্টার ‘কবীর সিং’-এর ব্যাপারে সাংবাদিকরা প্রশ্ন করেন, ‘দেবা’-তে কি তার কোনো প্রভাব রয়েছে? শাহিদ সপাট উত্তর দেন, “‘দেবা’ কখনোই ‘কবীর সিং’ নয়, এবং এটা আমি গর্বের সঙ্গে বলছি। দুটো আলাদা। এটা এমন নয় যে ‘কবীর সিং’-এর প্রসঙ্গ আসলে আমি নেগেটিভভাবে দেখব।”
এছাড়া, ‘দেবা’-র সঙ্গে ‘উড়তা পাঞ্জাব’-এর টমি সিং চরিত্রের তুলনা ওঠায় শাহিদ বললেন, “ছবির এক ঝলক দেখে মনে হতে পারে কিন্তু পুরো ছবিটা দেখলে আপনার ধারণা বদলে যাবে।”
এমন সময়ে, যখন সইফ আলি খান এবং করিনা কাপুরের বাড়িতে বাইরের লোক ঢুকে সইফকে আক্রমণ করার ঘটনা নিয়ে বলিউডে চর্চা তুঙ্গে, শাহিদকে সেই বিষয়েও প্রশ্ন করা হয়। তবে শাহিদ সেই প্রশ্নে খুব সাবলীলভাবে সরে যান, কোনও ব্যক্তিগত মন্তব্য না করে শুধু ছবির প্রচারে মনোযোগ দেন।
‘দেবা’ নিয়ে বলিউডের অন্যতম আলোচিত তারকা শাহিদ কাপুর এই মুহূর্তে তাঁর ক্যারিয়ারের নতুন মাইলফলক তৈরি করতে প্রস্তুত।