মৌনি অমাবস্যায় মহাকুম্ভে পদপিষ্ট হয়ে আহত বহু, মৃত্যু শঙ্কা ১০ জনের, কিভাবে ঘটলো দুর্ঘটনা?

আজ মৌনি অমাবস্যা উপলক্ষে মহাকুম্ভে পুণ্যস্নানের জন্য লাখো পুণ্যার্থীর সমাগম ঘটে, তবে এদিনের ঘটনাটি ভয়াবহ বিপর্যয়ের রূপ নেয়। আখড়ার ব্যারিকেড ভেঙে যাওয়ার পর ভিড়ে হুড়োহুড়ি, পদপিষ্ট হয়ে আহত কমপক্ষে ৩০ থেকে ৫০ জন। এর মধ্যে ১০ জনের মৃত্যু শঙ্কা রয়েছে। যদিও সরকারের তরফে এখনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি, তবে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ইতিমধ্যেই উচ্চ পর্যায়ের প্রশাসনিক বৈঠকে বসেছেন।
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানান, রাত ১টা থেকে ২টা পর্যন্ত পুণ্যস্নানের জন্য ভিড় বাড়তে থাকে। ত্রিবেণী সঙ্গমের কাছে আখড়ার ব্যারিকেড ভেঙে পড়ে, যার ফলে পুণ্যার্থীরা একে অপরের উপর পড়ে যান এবং পদপিষ্ট হন। আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এক হাসপাতাল ভর্তি ব্যক্তি জানান, “রাত ২টার সময় হঠাৎ পিছন থেকে ধাক্কা লাগে, তারপর একে অপরের উপর পড়ে যাওয়ার কারণে খুবই বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়। পালানোর কোনো পথ ছিল না।”
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আরও জানান, মৌনি অমাবস্যায় মহাকুম্ভে স্নান করতে ৮ থেকে ১০ কোটি মানুষ সমাগম করেছেন। গতকাল সাড়ে ৫ কোটি এবং আজ সকালে সাড়ে ৩ কোটি মানুষ স্নান করেছেন। তিনি পুণ্যার্থীদের অনুরোধ করেছেন, ত্রিবেণী সঙ্গমে যাওয়ার পরিবর্তে অন্যান্য ঘাটে স্নান করতে। এবং গুজব না ছড়ানোর জন্য সতর্ক করেছেন।
এদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চারবার ফোন করেছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং রাজ্যপাল আনন্দীবেন প্যাটেলও পরিস্থিতি সম্পর্কে আলোচনা করছেন। সরকারের তরফে উদ্ধার কাজ চলছে এবং সকলকে নিরাপদে সরিয়ে নিতে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে।