বইমেলায় স্টল পেল না বিশ্ব হিন্দু পরিষদ, খারিজ করল হাইকোর্ট

আইনি লড়াই লড়েও শেষ পর্যন্ত কলকাতা বইমেলায় স্টল পেল না বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)। শুক্রবার কলকাতা হাইকোর্ট ওই সংগঠনের আর্জি খারিজ করে দিয়েছে। এর ফলে ২০২৪ সালের কলকাতা আন্তর্জাতিক বইমেলায় স্টল বসাতে পারবে না ভিএইচপি।
বইমেলা শুরু হওয়ার আগে থেকেই পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড ভিএইচপি-কে স্টল দিতে আপত্তি জানিয়েছিল। গিল্ডের বক্তব্য ছিল, ভিএইচপি কোনও নথিভুক্ত প্রকাশনা সংস্থা নয়, এটি একটি সংগঠন। তাই তাদের স্টল দেওয়ার অনুমতি দেওয়া যায় না। এই সিদ্ধান্তের বিরুদ্ধে বিশ্ব হিন্দু পরিষদ হাইকোর্টের দ্বারস্থ হয়। তারা প্রশ্ন তোলে, এর আগে বহু বছর ধরে তাদের স্টল দেওয়া হয়েছে, তাহলে এবার কেন অনুমতি দেওয়া হবে না? ভিএইচপি-র তরফে আরও অভিযোগ করা হয় যে রাজ্য সরকারের আপত্তির কারণেই গিল্ড তাদের স্টল দিচ্ছে না।
শুক্রবার এই মামলার রায় দেন বিচারপতি অমৃতা সিনহা। তিনি স্পষ্ট জানান, বিশ্ব হিন্দু পরিষদকে স্টল না দেওয়ার সঙ্গে রাজ্য সরকারের কোনও যোগসূত্র নেই। অর্থাৎ, রাজ্য সরকার কোনও বাধা দিয়েছে, এমন মনে করে না আদালত। বিচারপতি সিনহা আরও বলেন, গিল্ড একটি বেসরকারি সংস্থা এবং বইমেলার আয়োজক। তাই তারা কাদের স্টল দেবে, সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার তাদেরই আছে। আদালত এই ক্ষেত্রে হস্তক্ষেপ করতে পারে না।
পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের তরফে জানানো হয়েছে, এর আগে ভিএইচপি-কে স্টল দেওয়া হলেও, ২০২৪ সালে গিল্ড একটি রেজোলিউশন নেয়, যেখানে সিদ্ধান্ত হয় যে কোনও সংগঠনকে স্টল দেওয়া হবে না। বিচারপতি অমৃতা সিনহা গিল্ডের এই বক্তব্যকে সমর্থন করেন।
বিশ্ব হিন্দু পরিষদ এই সিদ্ধান্তকে ‘অনভিপ্রেত’ এবং ‘বেআইনি’ বলে মনে করলেও, আদালত তাদের সেই যুক্তিতে মান্যতা দেয়নি। ফলে, এবারের কলকাতা বইমেলায় ভিএইচপি-র কোনও স্টল থাকছে না, তা নিশ্চিত। এই রায়ের ফলে গিল্ডের সিদ্ধান্তই বহাল রইল এবং আয়োজকদের অধিকার প্রতিষ্ঠিত হল।