“সত্যি বলতে, গানগুলো বেকার”-এ আর রহমানের গানকে ‘কটাক্ষ’ করলেন সনু নিগম

কিংবদন্তী সংগীতশিল্পী এ আর রহমানের গান বরাবরই দর্শকদের মন ছুঁয়েছে। তার সুরে একাধিক গান গেয়েছেন আরেক সংগীতশিল্পী সনু নিগমও। এদিকে সালমান খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত ‘যুবরাজ’ সিনেমার জন্য একটি গান তৈরি করেছিলেন এ আর রহমান।
যা নিয়ে এবার বিতর্কিত মন্তব্য করেছেন সনু নিগম। যে সিনেমায় বেশ কয়েকটি গানও গেয়েছেন তিনি। একটি সাক্ষাৎকারে সনু নিগমকে ‘যুবরাজ’ ছবিতে এআর রহমানের সঙ্গে তার গানের বিষয়ে জিজ্ঞেস করা হয়েছিল।
সাক্ষাৎকারে সনু বলেন, ‘এই গানটি অতটাও ভালো ছিল না। তাই এই বিষয়ে কোনও কথা বলতে চাই না। আমি মিথ্যা বলতে পারি না। আমি খারাপ গানের প্রশংসাও করতে পারব না। সত্যি বলতে, গানগুলো বেকার।’
প্রসঙ্গত, এ আর রহমান হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন। তবে তিনি ২০ বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেন। তার পূর্ব নাম ছিল এ এস দিলীপ কুমার।
নয় বছর বয়সে পিতার মৃত্যুর পর, তার পরিবার কঠিন সময় অতিবাহিত করছিল। পুরো পরিবারের দায়িত্ব তার কাঁধে এসে পরেছিল। ১৯৮৮ সালে তিনি ও তার পুরো পরিবার ইসলাম ধর্ম গ্রহণ করে।