রণবীর বা আয়ুষ্মান নন, বায়োপিকে ‘সৌরভ’ হচ্ছেন কে? উঠে এলো নতুন নাম

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকে মুখ্য ভূমিকায় কে অভিনয় করবেন, তা নিয়ে অনেক দিন ধরেই জল্পনা চলছিল। সূত্রের খবর অনুযায়ী, অভিনেতা রাজকুমার রাও এই চরিত্রে অভিনয় করতে পারেন এবং সৌরভ গঙ্গোপাধ্যায় নিজেও নাকি তাঁকেই পছন্দ করেছেন। সম্প্রতি শ্রদ্ধা কাপুরের সঙ্গে ‘স্ত্রী ২’ সিনেমায় অভিনয় করে রাজকুমার রাও বেশ জনপ্রিয়তা লাভ করেছেন।
প্রযোজক ও পরিচালকের ইডেন সফর:
সৌরভের বায়োপিকের প্রযোজক ‘লাভ ফিল্মস’-এর কর্ণধার অঙ্কুর গর্গ এবং লাভ রঞ্জন, পরিচালক বিক্রমাদিত্য মোতওয়ানে-কে সঙ্গে নিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে ইডেন গার্ডেন্সের ম্যাচ দেখতে এসেছিলেন। সেই সময় তারা সৌরভের সঙ্গে এই বায়োপিক নিয়ে আলোচনা করেন। গত আড়াই বছর ধরে এই দুই প্রযোজক বেশ কয়েকবার কলকাতায় এসেছেন। সৌরভের বাল্যবন্ধু সঞ্জয় দাসেরও এই বায়োপিকের নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং তিনিও এই আলোচনায় উপস্থিত ছিলেন।
সঞ্জয় দাসের বক্তব্য:
bangla.aajtak.in এর পক্ষ থেকে সঞ্জয় দাসের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, “রাজকুমার রাওয়ের এই সিনেমায় অভিনয় করার সম্ভাবনা আছে।” তিনি আরও বলেন, “বায়োপিকের কাজ চলছে এবং প্রযোজক সংস্থা সময় মতো চূড়ান্ত নাম ঘোষণা করবে।”
পূর্বে রণবীর কাপুরের নাম বিবেচনা:
এর আগে শোনা গিয়েছিল যে রণবীর কাপুরকে এই চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হতে পারে। সৌরভ গঙ্গোপাধ্যায়েরও প্রথম পছন্দ ছিলেন রণবীর কাপুর। কিন্তু রণবীর কাপুরের সময়ের অভাবে তার নাম বাতিল করা হয়।
এই খবরটি সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভক্তদের মধ্যে নতুন করে উৎসাহ সৃষ্টি করেছে এবং তারা অধীর আগ্রহে এই বায়োপিকের ঘোষণার জন্য অপেক্ষা করছেন।