নরেন্দ্র মোদীর উত্তরসূরি কে হবেন? ভবিষ্যদ্বাণী করে নাম বলে দিলেন ভাইরাল ‘IIT য়ান বাবা’

সম্প্রতি কুম্ভমেলায় ভাইরাল হওয়া ‘আইআইটি বাবা’ অভয় সিং, যিনি আইআইটি বম্বে থেকে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক, নরেন্দ্র মোদীর উত্তরসূরি কে হবেন সেই বিষয়ে ভবিষ্যদ্বাণী করেছেন। তার এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় আলোচনার ঝড় তুলেছে।
কে এই ‘আইআইটি বাবা’?
অভয় সিং, যিনি ‘আইআইটি বাবা’ নামে পরিচিত, একসময় মোটা মাইনের চাকরি ছেড়ে আধ্যাত্মিক জীবন বেছে নিয়েছিলেন। কুম্ভমেলায় ডায়াগ্রাম ও ভিজ্যুয়াল উপস্থাপনার মাধ্যমে জটিল আধ্যাত্মিক ধারণাগুলি সরল করে তিনি খ্যাতি লাভ করেন। তবে, জুনা আখড়ার আশ্রম থেকে বিতাড়িত হওয়ার খবরও ছড়িয়েছিল, যা তিনি পরে অস্বীকার করেন। তার দাবি, আশ্রমের পরিচালকরা তার খ্যাতি নিয়ে উদ্বেগের কারণে তাকে চলে যেতে বলেছিলেন।
মোদীর উত্তরসূরি নিয়ে ভবিষ্যদ্বাণী
‘আইআইটি বাবা’ বিভিন্ন বিষয়ে নিজের মতামত প্রকাশ করে থাকেন, এবং তার মধ্যে অন্যতম হলো রাজনৈতিক ভবিষ্যদ্বাণী। সম্প্রতি তিনি নরেন্দ্র মোদীর উত্তরসূরি কে হবেন সেই বিষয়ে মন্তব্য করেছেন।এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার সময় তিনি বলেন, ‘আগামী দিনে দেশে যোগী আদিত্যনাথকেই প্রধানমন্ত্রীর পদে দেখা যাবে।’ তবে এখানেই থামেনি তাঁর অনুমান। সেই সময় কী করবেন মোদী, এই কথাটাও জানিয়ে দিয়েছেন তিনি। অভয়ের কথায়, ‘যোগীজি যখন প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন। মোদীজি তখন দেশের রাষ্ট্রপতি রূপে নির্বাচিত হবেন।’