সৌরভের বায়োপিক নিয়ে দর্শকদের চরম উত্তেজনা! রণবীর-ভিকিকে সরিয়ে নাম ভূমিকায় থাকছেন কে?

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক নিয়ে দর্শকদের, বিশেষ করে তাঁর অনুগামীদের উৎসাহের শেষ নেই। বিগত কয়েক মাস ধরে এই প্রোজেক্ট নিয়ে নানা জল্পনা শোনা যাচ্ছে। বিভিন্ন সময়ে বিভিন্ন অভিনেতার নাম উঠে এসেছে। এবার শোনা যাচ্ছে, এই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যেতে পারে অভিনেতা রাজকুমার রাওকে।

সৌরভের বায়োপিক নিয়ে নানা জল্পনা

বিভিন্ন সময়ে শোনা গিয়েছিল, রণবীর কাপুর, ভিকি কৌশল এমনকি আয়ুষ্মান খুরানাকেও সৌরভের চরিত্রে দেখা যেতে পারে। কিন্তু খবর অনুযায়ী, রণবীর কাপুরের ডেট পাওয়া যায়নি এবং ভিকি কৌশলও এই চরিত্রে অভিনয় করতে রাজি হননি। অন্যান্য অভিনেতাদের কাছেও প্রস্তাব গেলেও, কেউই রাজি হননি বলে খবর। আনন্দবাজার পত্রিকার একটি প্রতিবেদন অনুযায়ী, অবশেষে এই চরিত্রের জন্য রাজকুমার রাওকে নির্বাচন করা হয়েছে। যদি আর কোনো পরিবর্তন না হয়, তাহলে রাজকুমার রাও-ই বড় পর্দায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করবেন।

প্রসঙ্গত, রাজকুমার রাও এর আগে ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ ছবিতে একজন ক্রিকেটার ও ক্রিকেট কোচের ভূমিকায় অভিনয় করেছিলেন। তাই এবার তাকে ‘দাদা’র চরিত্রে দেখার জন্য অনেকেই উৎসাহিত।

সৌরভের বায়োপিক নিয়ে আলোচনা

সম্প্রতি ইডেনে ভারত বনাম ইংল্যান্ডের একটি ম্যাচ চলাকালীন লাভ ফিল্মস প্রযোজনা সংস্থার কর্ণধাররা উপস্থিত ছিলেন। তাদের সঙ্গে ছিলেন সৌরভের বায়োপিক তৈরির অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি, সঞ্জয় দাস। সৌরভ গঙ্গোপাধ্যায়ের বন্ধু ও প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় দাস এই ছবির বিষয়ে জানান, বায়োপিকের কাজ চলছে এবং খুব শীঘ্রই লাভ ফিল্মস আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে সৌরভের চরিত্রে কে অভিনয় করবেন। জানা গেছে, তারা ইডেন গার্ডেন্সের প্রেসিডেন্ট বক্সে বসে এই ছবি নিয়ে আলোচনা করেন। ছবিটি পরিচালনা করবেন বিক্রমাদিত্য মোতওয়ানে।

এই খবর যদি সত্যি হয়, তাহলে রাজকুমার রাওয়ের মতো একজন প্রতিভাবান অভিনেতাকে সৌরভের চরিত্রে দেখতে পাওয়া দর্শকদের জন্য একটা বড় চমক হবে। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।