সোনার পর এবার রুপোয় হলমার্কিং-এর প্রস্তাব কেন্দ্রের, শিগ্রই লাগু হতে পারে নিয়ম

গত কয়েক বছরে সোনার পাশাপাশি রুপোর চাহিদাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, সেই সাথে পাল্লা দিয়ে বেড়েছে এর দামও। দশ বছর আগের চিত্রটি বিবেচনা করলে দেখা যায়, ২০১৪ সালে প্রতি কেজি রুপোর দাম ছিল ৪৩,০৭০ টাকা। বর্তমানে (সোমবার পর্যন্ত) সেই দাম বেড়ে দাঁড়িয়েছে ৮৮,৫০০ টাকায়।
ঐতিহ্যগতভাবে বিনিয়োগের মাধ্যম হিসেবে সোনা প্রাধান্য পেয়ে এলেও, ভালো লাভের আশায় সাধারণ মানুষের মধ্যে রুপোতে বিনিয়োগের প্রবণতাও বৃদ্ধি পেয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, আগামী এক বছরের মধ্যে প্রতি কেজি রুপোর দাম ১.২৫ লক্ষ টাকা পর্যন্ত পৌঁছাতে পারে। এই পরিস্থিতিতে, ক্রেতাদের স্বার্থ সুরক্ষার জন্য সোনার মতো রুপোর গয়নাতেও হলমার্কিং বাধ্যতামূলক করার কথা বিবেচনা করছে কেন্দ্র।
সোমবার ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (বিআইএস)-এর ৭৮-তম প্রতিষ্ঠা দিবসে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় খাদ্য ও ক্রেতা বিষয়ক মন্ত্রকের মন্ত্রী প্রহ্লাদ জোশী এই বিষয়ে ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, “ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে বিআইএস-এর রুপো এবং রুপোর গয়নায় হলমার্কিং বাধ্যতামূলক করার বিষয়টি বিবেচনা করা উচিত। ক্রেতাদের পক্ষ থেকে রুপোর গয়নায় হলমার্কিং এর দাবি উঠছে। আপনারা এই বিষয়টি বিবেচনা করে সিদ্ধান্ত নিতে পারেন।”
বর্তমানে, শুধুমাত্র সোনার গয়নার ক্ষেত্রেই হলমার্কিং বাধ্যতামূলক করেছে কেন্দ্র। ক্রেতাদের স্বার্থ রক্ষা এবং সোনার বিশুদ্ধতা নিশ্চিত করার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বর্তমান হলমার্কিং ব্যবস্থায় ছয় অঙ্কের আলফানিউমেরিক কোড ব্যবহার করা হয়, যা সোনার বিশুদ্ধতাকে প্রমাণ করে। রুপোর ক্ষেত্রে হলমার্কিং চালু হলে, তা ভারতের মূল্যবান ধাতুগুলির গুণমান নিয়ন্ত্রণ ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।