BigNews: আদালতে বড় জয় পেলেন অর্পিতা

এই মুহূর্তে ইডির হেফাজতে রয়েছে পার্থ চ্যাটার্জি ও অর্পিতা মুখার্জি। টাকা তছরুপকান্ডে গ্রেফতার হওয়া অর্পিতা মুখার্জি লিগ্যাল উপদেশ নিতে পারবেন। বৃহস্পতিবার মাত্র ১৫ মিনিটের জন্য আইনজীবী যাবেন অর্পিতা মুখার্জির কাছে।

আজ, বুধবার অর্পিতার তরফে কোনও জামিনের আবেদন করা হয়নি। তবে অর্পিতা মুখার্জির আইনজীবী নীলাদ্রি ভট্টাচার্য বলেন, ‘ইডি নতুন কিছু বলতে পারেনি। আমাকে মক্কেলের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। তাই আদালত ১ দিন ১৫ মিনিটের জন্য মক্কেলের সঙ্গে দেখা করতে দেওয়ার নির্দেশ দিয়েছে।’

অপর দিকে, ইডির হাতে পৌঁছেছে অর্পিতা মুখার্জির ফ্লাট থেকে উদ্ধার হওয়া ৩ টি ডায়েরি। আর সেই ডাইরি থেকেই মিলেছে প্রয়োজনীয় যাবতীয় তথ্য। সূত্রের খবর থেকে জানা গেছে ওই ডায়রিয়া থেকে ED জানতে পেরেছে বিপুল পরিমান টাকা কোনদিন ,কোন তারিখে, কে কে নিয়ে আসতো। এরপর সেই টাকা কবে কাকে কাকে দেওয়া হতো সেই সমস্ত তথ্য।