বিশেষ: আলফা নারীদের নিয়ে পুরুষেরা এত ভাবেন কেন? জেনেনিন কি বলছে বিশেষজ্ঞরা?

নারীদের মধ্যে যারা শক্তিশালী, ক্ষমতাধর এবং অবশ্যই সফল, যারা কোনো না কোনো নেতৃত্বের ভূমিকায় আছেন ও স্বাধীনভাবে নিজের জীবন যাপন করছেন তারাই আলফা নারী। আপনি তাদের দেখে হয়তো ভাবতে পারেন, তারা কি আদৌ শক্তিশালী নাকি এসব কেবলই বাইরের আবরণ?
এদিকে মানুষ কী বলবে, কী ভাববে এসব কথাকে তোয়াক্কা না করে চলার বৈশিষ্ট্যই আলফা নারীদের অন্য সবার থেকে আলাদা করে তোলে।
আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা পুরুষের মধ্যে যে গুণাবলী খুঁজি, সেই একই স্বনির্ভরতার গুণ যখন কোনো নারীর মধ্যে দেখতে পাই, তখন আমরা সহজে তা মেনে নিতে পারি না। আমরা নিজের মনের অজান্তেই যেন তাদের একটু ভয় পাই। আমরা ভাবি আলফা নারীদের মন যুগিয়ে চলা কিংবা তাকে নিজের আয়ত্বে রাখা খুব কঠিন। কিন্তু না, মাত্র ৭টি টিপস মেনে আপনিও পারবেন যেকোনো আলফা নারীকে নিজের আয়ত্বে রাখতে।
সমতালে চলতে পারে এমন ছেলেদের পছন্দ করে আলফা নারী। সে কখনো নিজের নিরাপত্তা বা দায়িত্বের দায়- ভার অন্য কারো কাঁধে চাপিয়ে দিতে পছন্দ করে না। সে এমন একজন মানুষকে সঙ্গী হিসেবে চায় যে তার সঙ্গে সমতালে পায়ে পা মিলিয়ে চলতে পারে।
একজন আলফা নারী প্রতিনিয়ত নতুন কিছু শিখতে পছন্দ করে। তার পছন্দের পুরুষটির জ্ঞান তাকে মুগ্ধ করে। তাই আপনি যদি একজন আলফা নারীর সামনে আপনার জ্ঞানের প্রদর্শন করতে পারেন দেখবেন চট করে সে আপনার প্রতি মুগ্ধ হয়ে গেছে।
আলফা নারীরা যেকোনো বিষয়ে তার সঙ্গীর মতামত নিতে পছন্দ করে। তার কাজের গঠনমূলক মতামত করতে পারলে সে এই বিষয়টিকে খুব ইতিবাচক ভাবে গ্রহন করে তারা।
অলস মানুষদের একদমই পছন্দ করে না আলফারা। তারা কর্মঠো এবং একই সঙ্গে নতুন নতুন আইডিয়া নিয়ে কাজ করতে পছন্দ করে, এমন মানুষদের প্রতি প্রবল আকৃষ্ট হয়।
সম্মান বিষয়টাকে খুব বড়ো করে দেখে একজন আলফা নারী। যে মানুষটি তাকে যথাযথ সম্মান দেবে, তার মূল্যায়ণ করবে তার প্রতি আলফা নারীও খুব অনুগত থাকে।
বিশ্বস্ত হওয়াটা খুব বেশি জরুরি। সৎ এবং বিশ্বস্ত একজন সঙ্গী হতে পারলে আলফা নারীরা আপনাকে সারাজীবন আকড়ে ধরে থাকবে।
ব্যক্তি স্বাধীনতা আলফা নারীদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। যেহেতু তারা খুব সৃজনশীল হয়ে থাকে তাই তাদের নিজস্ব একটা আলাদা চিন্তার জগত থেকে। তাকে তার সৃজনশীল চর্চা, কাজ ও সামাজিক সম্পর্ক রক্ষা করার জন্য স্বাধীনতা দিতে হবে। তাদের ওপর নিজের মতামত জোর পূর্বক চাপিয়ে দেবার ভূল কখনোই করবেন না। আপনি যৌক্তিক কোনো পরামর্শ দিলে একজন আলফা নারী নিজ থেকেই আপনার সব নির্দেশনা মেনে চলবে।