মমতার ক্যাবিনেটে 392 দিন পর মন্ত্রিত্ব পেলেন বাবুল

2021 সের জুলাই মাসে মোদির মত্রী সভা থেকে বাদ পরে যায় বাবুল সুপ্রিয়। TMC তে যোগদানের 392 দিন পর 2022 এর ৩ আগস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাবুলকে তার মন্ত্রিসভায় জায়গা দেন। রাজ্যভবনে স্পিক্স গ্রহণের পর বুধবার বিকেলে সাংবাদিকের সামনে
মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান বাবুল সুপ্রিয়।
গত বছর সেপ্টেম্বর মাসে TMC তে যোগদান করেন বাবুল সুপ্রিয়। যোগদানের পর তিনি জানিয়েছেন যে রিজার্ভ বেঞ্চে বসতে তিনি এই দলে আসেন নি। তিনি খেলতে এসেছেন ফার্স্ট ইলেভেনে। গান ছেড়ে রাজনীতিতে প্রবেশ করার পর 2014 আসানসোলে ভোটে জিতে মোদির মন্ত্রী সভায় জায়গা করে নেয় বাবুল। 2019 সালেও তার মন্ত্রিত্ব অটুল ছিল। তাই তৃণমূলেও সে গুরুত্ত্ব পেতে পারে সে নিয়ে নিশ্চিত রাজনৈতিক পর্যবেক্ষকরা। সেটাই হয়েছে।
TMC তে যোগদানের কয়েকমাস পরেই বাবুলকে বালিগঞ্জ বিধানসভার কেন্দ্রের উপ -প্রার্থী করা হয়। ওই কেন্দ্রে জয়ের পর মমতার ফার্স্ট ইলেভেনে প্রবেশের পথ করে নেয় বাবুল। যা বাস্তবায়িত হয় বুথবার।