RUSHvsUKR: ইউক্রেনের লভিভে অস্ত্রের ডিপো ধ্বংস, বড় ঘোষণা করলো রাশিয়া

ইউক্রেনের লভিভে একটি অস্ত্রের ডিপো ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। আজ বুধবার এমন দাবি করে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এমনটি জানানো হয়।
ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইউক্রেনের লভিভ অঞ্চলে পোল্যান্ডের সরবরাহ করা অস্ত্রের একটি ডিপো ধ্বংস করা হয়েছে। তবে রয়টার্স তাৎক্ষণিকভাবে এ তথ্যের সত্যতা যাচাই করতে পারেনি।
অন্যদিকে, পোল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লুকাসজ জ্যাসিনা বলেছেন, ‘আমার কাছে এমন তথ্য নেই। আমি এটি নিশ্চিত করতে পারছি না।
রাশিয়া অভিযোগ তুলেছে, ইউক্রেন যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি জড়িয়ে পড়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আইগর কোনাশেঙ্কভ এ অভিযোগ করেছেন। বিবিসির প্রতিবেদনে আজ মঙ্গলবার এমনটি জানানো হয়।
এতদিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রক্সি যুদ্ধে জড়িতের অভিযোগ করে আসছিল রাশিয়া। এবার প্রথম সরাসরি জড়িত হওয়ার অভিযোগ আনা হলো।
লেফটেন্যান্ট জেনারেল আইগর কোনাশেঙ্কভ বলেন, ‘যুক্তরাষ্ট্র তাদের তৈরি রকেট লঞ্চার হাইমারস ইউক্রেনের সামরিক বাহিনীকে সরবরাহের মাধ্যমে এ যুদ্ধে লক্ষ্যবস্তুতে আঘাত হানার নিদের্শনা অনুমোদন করছে। ইউক্রেনীয় সামরিক কর্মকর্তাদের মধ্যকার কথোপকথন থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।’
আইগর কোনাশেঙ্কভ আরও বলেন, ‘দোনবাসসহ অন্যান্য অঞ্চলের আবাসিক এলাকাগুলোতে কিয়েভের নির্দেশনায় পরিচালিত রকেট হামলায় যেসব সাধারণ মানুষ নিহতের ঘটনা ঘটছে, তার জন্য বাইডেনে প্রশাসন সরাসরি দায়ী।’
সম্প্রতি ইউক্রেনকে হাইমারস সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র। হাইমারস ৭০ কিলোমিটার দূরত্বের জায়গায় সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে সক্ষম।