BigNews: ৫ অগাস্ট পর্যন্ত ইডি হেফাজতে থাকবেন পার্থ-অর্পিতা

আদালতের কাছে পার্থ ও অর্পিতাকে তদন্তের জন্য আরও কয়েকদিন হেফাজতে রাখার আবেদন করেছিল ইডি। শুক্রবার পর্যন্ত ইডি হেফাজতেই থাকবেন পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখার্জি। ইডির বিশেষ আদালত জানিয়ে দিল ৫ অগাস্ট পর্যন্ত দু’জনেই ইডি হেফাজতে থাকবেন।
পার্থ চট্টোপাধ্যায়কে ৪ দিন এবং অর্পিতা মুখার্জিকে ৩ দিনের জন্য হেফাজতে চেয়েছিল ইডি। জবাবে পার্থের আইনজীবীদের যুক্তি,’পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে কিছু পাওয়া যায়নি। তাঁর কাছ থেকে কিছু না পাওয়া সত্ত্বেও তাঁকে জেরা করা হয়েছে। তাঁকে জামিনের অনুমতি দেওয়া হোক।’
প্রসঙ্গত, দুর্নীতিকাণ্ডে গ্রেফতার হওয়া প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং পার্থ ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখার্জির আরও একটি যৌথ সম্পত্তির হদিস পেয়েছে ইডির আধিকারিকরা। আজ, বুধবার আদালতে তদন্তকারী সংস্থা জানিয়েছে, ওই সংস্থার নাম অপা ইউটিলিটি সার্ভিসেস। পার্থ এবং অর্পিতা এই কোম্পানির ৫০ শতাংশ করে শেয়ার হোল্ডার।