BigNews: একজন নির্দিষ্ট পার্থীকে ভোট দিলেই মিলবে ২৫ কোটি, চাঞ্চল্যকর দাবি রাজেন্দ্র গুঢার

২৫ কোটির লোভ দেওয়া হলেও সেই প্রভোলনে পা দেননি। রাজ্যসভার ভোটে একজন নির্দিষ্ট পার্থীকে ভোট দিলেই মিলবে কড়কড়ে ২৫ কোটি টাকা। এমনই চাঞ্চল্যকর দাবি রাজস্থান সরকারের সেনা কল্যাণ মন্ত্রী রাজেন্দ্র গুঢার।

যখন সরকার ফেলে দিতে বিজেপির বিরুদ্ধে বিধায়কদের কোটি কোটি টাকার লোভ দেখানো হচ্ছে বলে অভিযোগ, তখন মরুরাজ্যে খোদ মন্ত্রীর এমন চাঞ্চল্যকর অভিযোগে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। নতুন করে বিজেপির বিরুদ্ধে ক্ষমতা দখলে টাকার খেলার বড় অভিযোগ সামনে এসেছে।

উল্লেখ্য, মঙ্গলবার প্রকাশ্যে আসা ভিডিয়োয় দেখা গেছে সোমবার ঝুনুঝুনুতে একটি বেসরকারি স্কুলের অনুষ্ঠানে এক পড়ুয়ার প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, ‘একজন নির্দিষ্ট প্রার্থীকে ভোট দিলে আমাকে ২৫ কোটি টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। তার পর আমার স্ত্রীকে সব খুলে বলে তাঁর পরামর্শ চাই। স্ত্রী আমাকে বলে, ওই অর্থের দরকার নেই, তার চেয়ে সম্মান বড়।’