পঞ্চায়েত ভোটের আগেই বাংলায় CAA প্রক্রিয়া শুরু ?শুভেন্দুর দাবিতে প্রবল জল্পনা বঙ্গে

‘2023 সালের প্রথম দিন থেকেই রাজ্যের প্রতিটি জেলায় শুরু হবে CAA প্রক্রিয়া জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ‘ জানিয়েছেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার ৪৫ মিনিট ধরে একান্তে অমিত সাহা এর সাথে বৈঠক করেন সুবেবন্ধ। বৈঠকের শেষে শিক্ষক দুর্নিতির পাশাপাশি রাজ্যের বর্তমান পরিস্থিতির কথা ভেবে দ্রুত CAA লাগু করার আরজি জানালেন অমিত শাহের কাছে শুভেন্দু অধিকারী।
কয়েক মাস আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ উত্তরবঙ্গের সফরে আসে বলেছিলেন , করোনা টিকা সবাই পেলেই শুরু হবে CAA কার্যের প্রক্রিয়া। বাংলায় মতুয়া প্রভাবিত ৮৩ টি বিধানসভা আসন রয়েছে। এর মধ্যে ৩০ টি আসনে জিততে পেরেছে BJP। রাজ্যে মোট BJP এর আসনের ৩৯% মতুয়া প্রভাবিত। তাহলেও CAA চালু না হওয়ার কারণে ক্ষুব্ধ মতুয়াদের একাংশ।
হরিণঘাটার BJP বিধায়ক অসীম সরকার বলেন , আমার কেন্দ্রের ভোটারদের প্রতিশ্রুতি দিয়েছিলাম CAA চালু হওয়ার। অভিলম্বে CAA চালু না করলে মানুষের কাছে আর ভোট চাইতে পারবো না’। পদ্ম শিবের নেতারা পরিস্তিতি সামাল দিতে পারলেও মতুয়া CAA এর দাবিতে অনড়। তাই CAA চালু করে জন্য BJP এর নেতারা বার বার কেন্দ্রের দরবারে যাচ্ছেন।