BigNews: ৫০-৫০ শেয়ার ছিল পার্থ-অর্পিতার, আদালতে জানাল ED

ইডির জেরায় একে একে ফাঁস হচ্ছে সব গোপন তথ্য। দুর্নীতিকাণ্ডে গ্রেফতার হওয়া প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখার্জির আরও একটি যৌথ সম্পত্তির হদিস পেল ইডির আধিকারিকরা। চলছে তদন্ত।

আজ, বুধবার আদালতে তদন্তকারী সংস্থা জানাল, ওই সংস্থার নাম অপা ইউটিলিটি সার্ভিসেস। পার্থ এবং অর্পিতা এই কোম্পানির ৫০ শতাংশ করে শেয়ার হোল্ডার। এনিয়ে আরও বিশদে তদন্তের জন্য পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখার্জিকে আরও ১০ দিন হেফাজতে চাইলো ইডি। আর কিছু সময়ের মধ্যে সিদ্ধান্ত জানাবে আদালত।

প্রসঙ্গত, গতকাল জানা গেছে প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘাম মুছে দেওয়ার জন্য নাকি তাঁর অফিসে ৩-৪ জন মহিলা সবসময় থাকতেন! জাতীয় সংবাদমাধ্যমের কাছে এমনই বিস্ফোরক মন্তব্য প্রাক্তন তৃণমূল নেত্রী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের।

তিনি এও বলেন, ‘পার্থকে সবসময় মহিলারা ঘিরে থাকতেন।’ বৈশাখী আরও দাবি করেন, ‘পার্থ মাসে একবার বা দুবার অফিসে আসতেন। বাকি সময় তিনি কোথায় ছিলেন তা কেউ জানে না। এখন তিনি বিদেশে যেতেন বলে মিডিয়া থেকে জানা যাচ্ছে।’