SSC দুর্নীতি: শিক্ষা ভবনের সামনে আগুনে পুড়িয়ে ফেলা হল একাধিক জরুরি নথি! ঘটনায় শোরগোল এলাকায়

ইডির সিজিও কমপ্লেক্স এর সাত তলায় কনফারেন্স রুমের পাশে পৃথক লকআপে রাখা হয়েছে অভিযুক্ত পার্থ চট্টপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে। এসএসসি দুর্নীতি নিয়ে যখন উত্তাল রাজ্য রাজনীতি, তার মধ্যেই চাঞ্চল্যকর ঘটনা ঘটে দেখা গেলো পুরুলিয়া জেলা শিক্ষা ভবন ও প্রাথমিক শিক্ষা সংসদের দফতরের সামনে।

পুরুলিয়া জেলা শিক্ষা ভবন ও প্রাথমিক শিক্ষা সংসদের দফতরের সামনে আগুনে পুড়তে দেখা গেল একাধিক গুরুত্বপূর্ণ নথি। এই নিয়ে শোরগোল পরে যায় এলাকায়। এই ঘটনায় অনেক প্রশ্ন উঠছে। প্রশ্ন উঠেছে যে, কারও নির্দেশেই কি এই নথিগুলি পুড়িয়ে ফেলা হল?

প্রসঙ্গত, বিধানসভায় পরিষদীয় মন্ত্রী হিসাবে বন্ধ করে দেওয়া হয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের ঘর। ইডির তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে ঘর। গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায়ের ওই ঘরে কাউকে প্রবেশের অনুমোদন দেওয়া হয়নি। তবে অনুমোদন দেওয়া হবে কিনা, পরে চিন্তাভাবনা হবে বলে জানান স্পিকার।