সাবধান! নতুন VIRUS দেখা যাচ্ছে শিশুদের মধ্যে, আজই সতর্ক হন

প্রাক প্রাথমিক স্কুলে পড়া শিশুরা এক নতুন ভাইরাসে আক্রান্ত হচ্ছে। আক্রান্ত শিশুদের অভিভাবকরা অভিযোগ করে জানিয়েছেন স্কুল থেকে বাড়ি আসার পরেই জিভে সাদা সাদা ঘা ও ফোস্কার মতো দেখা যাচ্ছে। সেই সাথে হাতে ও পায়ে দেখা যাচ্ছে লাল রঙের ছোট ছোট দাগ। যেগুলো দেখতে অনেকটা চিকেন পক্সের মতোই।
তবে চিকিৎসকরা জানিয়েছেন হাত -পা ও মুখের রোগে বেশিরভাগ শিশু আক্রান্ত হচ্ছে। আর বেশিরভাগ শিশুর অভিভাবকরা এই ভাইরাসটিকে চিকেন পক্স ভেবে ভুল করছেন।
তবে চিকিৎসকরা জানিয়েছেন এই পরিস্থিতি নিয়ে অযথা আতংকিত হওয়ার কিছু নেই। দরকার শুধু অভিভাবক শিশুদের সতর্কতা। সময়ের প্রয়োজনে অভিভাবকের আরো বেশি সচেতন থাকতে হবে।
জানাগেছে সরকারি স্বস্থি কেন্দ্রে প্রতিদিন ১০ থেকে ১৫ টি শিশু এই উপস্বর্গ নিয়ে আসছেন। তবে শিশু চিকিৎসকরা জানিয়েছেন সত্যিটা হলো প্রতি বছর বর্ষাকালে ভাইরাল সংক্রামণের প্রবণতা বেশি থাকে শিশুদের মধ্যে। তাই এই সময় অতিরিক্ত সতর্ক থাকা খুব প্রয়োজন।