Monkeypox: দেশে ভয় ধরাচ্ছে মাঙ্কিপক্স, মিলল অষ্টম আক্রান্তের হদিস

এক ভাইরাস যেতে না যেতেই আর এক ভাইরাসের উদ্ভব। দেশে ক্রমশ ভয় বাড়াচ্ছে মাঙ্কিপক্সের সংক্রমণ। রাজধানী দিল্লিতে ২৪ ঘন্টার মধ্যেই আরও একজনের মাঙ্কিপক্স আক্রান্তের খোঁজ মিলল। আক্রান্ত হয়েছেন একজন মহিলা। সূত্রের খবর, আফ্রিকার একটি দেশের নাগরিক ওই মহিলা। তাঁর দেহে ফোস্কা, জ্বর-সহ মাঙ্কিপক্সের নানা উপসর্গ রয়েছে।

এখনও পর্যন্ত আক্রান্ত এই মহিলাকে নিয়ে দেশে মোট আট জন মাঙ্কিপক্স সংক্রমিতের সন্ধান মিলেছে। দেশে এই ভাইরাসের ভয় ক্রমশ বাড়ছে। আবার অন্যদিকে, মাঙ্কিপক্স ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে প্রথম মৃত্যুর ঘটনা প্রকাশ্যে এসেছে কেরলের ত্রিশূরে।

প্রসঙ্গত, মঙ্গলবার রাজ্যসভায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, “মাঙ্কিপক্স নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই, রাজ্যসরকারগুলির সঙ্গে সহযোগিতায় এ বিষয় সচেতনামূলক প্রচার চালানো হচ্ছ। সরকারের তরফে নীতি আয়োগের এক জন সদস্যের পৌরহিত্য এবিষয়ে নজর রাখতে একটি টাস্কফোর্সের গঠন করা হয়েছে।”