কোটি কোটি টাকার লেনদেনের হিসাব দিতে পারে রহস্যময় ডাইরি, দাবি করলেন ED

অর্পিতার ফ্লাট থেকে পাওয়া কোটি কোটি টাকার লেনদেন হিসাব মিলতে পারে ডাইরিতে,দাবি করলেন ED -র আধিকারিকরা। এতো টাকার উৎস কথা থেকে সে ব্যাপারে কোনো তথ্য জানা যায়নি অর্পিতা ও পার্থ এর কাজ থেকে। তাই ED ভরসা হল ডেইরি। মোগলবের শহর জুড়ে পাঁচটি জায়গায় তল্লাশি চালিয়েছে ED।
বরাহনগর পার্লার,পাটুলি,মাদুরদহ,লেক গার্ডেন সহ মোট পাঁচ জাগায় তল্লাশি চালায় ED। পাশাপাশি ED পার্থ ও অর্পিতাকে জেরা করে জানতে চায় টাকার উৎসের কথা । ED-র আধিকারিকরা জানায় ফ্ল্যাট পাওয়া ডায়রি থেকে টাকা বাহকদের নাম এবং তাদের নম্বর পাওয়া যায়। অর্পিতার ফ্ল্যাটে টাকা লেনদেন কার হাতে হত ? টাকা পৌঁছতো কাদের কাছে ? টাকা শুধু ফ্ল্যাটে আসতো না অন্য কোথাও নিয়ে যাওয়া হতো? এই সব প্রশ্নের উত্তর চায় ED।
ED র সূত্রে খবর, ডাইরিতে রয়েছে অনেকের নাম ও নম্বর । টাকা শুধু আসেনি , টাকা নিয়ে যাওয়া হত বলে জানায় ED। তবে এতো টাকা কার কাছে নিয়ে যাওয়া হতো ? ডাইরিতে কার নাম্বার রয়েছে ? সমস্ত যাচাই করছে ED। ডাইরিতে হাতের লেখার যাচাই করছে ED ।
ED মূল লক্ষ এত টাকার উৎস কোথা থেকে তা জানা। অর্পিতা ও পার্থ কে মেডিক্যাল টেস্টের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে বিস্ফোরক দাবি করেন অর্পিতা। তিনি জানায় এই টাকা তার নয়। গোটা বিষয়েহের তদন্ত চালাচ্ছে ED।