IPL-এ পেয়েছেন ‘টাকার পাহাড়’! আলিশান বাংলো কিনলেন KKR-এর তারকা রিঙ্কু
November 6, 2024

আইপিএল-এর তারকা ক্রিকেটার রিঙ্কু সিং আলিগড়ে একটি নতুন বিলাসবহুল বাংলো কিনেছেন। কলকাতা নাইট রাইডার্স তাকে ১৩ কোটি টাকায় রিটেন করার পরই তিনি এই বাড়িটি কিনেছেন। দীপাবলির মধ্যেই তিনি এই বাংলোতে গৃহপ্রবেশ করেছেন।
কোথায় কিনলেন বাড়ি?
রিঙ্কু সিং তার পরিবারের জন্য আলিগড়ের ওজোন সিটিতে একটি নতুন ৫০০ বর্গফুটের বাংলো কিনেছেন। এই বাংলোটি ওজোন সিটির গোল্ডেন এস্টেটে অবস্থিত।
কী কী সুবিধা আছে এই বাংলোতে?
এই টাউনশিপে রিঙ্কুর বাংলোর পাশাপাশি পেন্টহাউস, ডুপ্লেক্স, ভিলা, ক্লাব, বাণিজ্যিক কেন্দ্র, স্কুল, হাসপাতাল, পার্ক, রেস্টুরেন্ট ইত্যাদি সুবিধা রয়েছে।
কেন এই বাড়ি?
আইপিএলে দারুণ পারফর্ম করার ফলে রিঙ্কু সিংয়ের আয় অনেক বেড়েছে। এই অর্থ দিয়ে তিনি নিজের এবং পরিবারের জন্য একটি স্বপ্নের বাড়ি কিনেছেন।