সব মন্ত্রীকে সতর্ক করলেন মমতা, বৈঠকে যা বলেছেন মুখ্যমন্ত্রী

পার্থ চ্যাটার্জির গ্রেফতারির পর মন্ত্রী সভায় সম্ভাব্য রদ বদল নিয়ে অবশেষে মুখ খুললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সোমবার দুপুরে মন্ত্রী সভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী মমতা জানিয়েছেন বুধবার ৩ আগস্ট ৫ -৬ জন নতুন মুখ আনা হবে মন্ত্রী সভায়।
আজ, দুর্নীতিকাণ্ডে গ্রেফতার হওয়া পার্থ চট্টোপাধ্যায়ের নাম মুখে না এনেও মন্ত্রীসভার বৈঠকে তাঁর সতীর্থদের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সোমবার দুপুরে বৈঠক ছিল মন্ত্রীসভার। নবান্ন সূত্রের খবর, বৈঠকে রাজ্যের মন্ত্রীদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেছেন,’যে ঘটনা ঘটেছে তা যেন আর না ঘটে। আমি অনুরোধ করব, এমন কিছু করবেন না যাতে মন্ত্রিসভার ও সরকারের অপমান না হয়।’
অপরদিকে, পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখার্জিকে টানা জেরা করছে ইডি। গত শনিবার দুর্নীতিতে গ্রেফতার হয়েছেন দু’জনেই। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর টানা জেরার মুখে পার্থ এবং অর্পিতা। মাঝে মাঝেই কান্নায় ভেঙে পড়লেন অর্পিতা মুখার্জি। চোখে জল চলে আসে সদ্য প্রাক্তন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়েরও। বারবার ছেড়ে দেওয়ার কাতর আর্জি জানালেন দুজনেই।