BigNews: ৬ মন্ত্রীকে সরিয়ে দিচ্ছেন মমতা, ৩ আগস্ট মন্ত্রী সভায় আসবে নতুন মুখ

পার্থ চ্যাটার্জির গ্রেফতারির পর মন্ত্রী সভায় সম্ভাব্য রদ বদল নিয়ে অবশেষে মুখ খুললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সোমবার দুপুরে মন্ত্রী সভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী মমতা জানিয়েছেন বুধবার ৩ আগস্ট ৫ -৬ জন নতুন মুখ আনা হবে মন্ত্রী সভায়। বিকেল ৪ টা তারা নেবে শপথ।
পরিবর্তে মন্ত্রিসভা থেকে বাদ পড়তে পারেন চার থেকে ৬ জন। তাদের দলের কাজে লাগানো হতে পারে।
অপরদিকে,পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখার্জিকে টানা জেরা করছে ইডি। গত শনিবার দুর্নীতিতে গ্রেফতার হয়েছেন দু’জনেই। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর টানা জেরার মুখে পার্থ এবং অর্পিতা। মাঝে মাঝেই কান্নায় ভেঙে পড়লেন অর্পিতা মুখার্জি। চোখে জল চলে আসে সদ্য প্রাক্তন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়েরও। বারবার ছেড়ে দেওয়ার কাতর আর্জি জানালেন দুজনেই।
জেরার মুখে পড়ে দুজনেই দাবি করছেন তাঁরা নির্দোষ এবং ষড়যন্ত্রের শিকার। দুজনেরই খাবারের ক্ষেত্রে তীব্র অনীহা দেখা গিয়েছে। একই সঙ্গে দুজনেরই রাতে ঘুম প্রায় হয়নি বললেই চলে। কোন ধরণের ষড়যন্ত্রের কথা বলেছেন পার্থ চট্টোপাধ্যায় সেটা জানার চেষ্টা করছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা ইডি।
এর আগে শারীরিক পরীক্ষার জন্য জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল পার্থ এবং অর্পিতাকে। সেখানে গিয়েই ‘আমি ষড়যন্ত্রের শিকার’ বলে বিস্ফোরক মন্তব্য করলেন পার্থ চট্টোপাধ্যায়। একথা তিনি কেন বললেন সেটা জানতে টানা জেরা চালিয়ে যাচ্ছে ইডি।