“নাওয়া-খাওয়া ভুলেছি…’, প্রতিশ্রুতি পূরণে সময় নেই বিশ্রামের “,-দাবি প্রধানমন্ত্রী মোদির

এনডিটিভি ওয়ার্ল্ড সামিটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘আমি অনেকের সঙ্গে সাক্ষাৎ করেছি। তাঁরা বলেন ভারত এখন বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনৈতিক দেশ। অনেক মাইলস্টোন ছঁয়ে ফেলার পরও কেন এত খাটছেন?’

নরেন্দ্র মোদী বলেন, ‘সকলে প্রশ্ন করেন, এতেও কেন সন্তুষ্ট নই আমি? আমার মতে এটা যথেষ্ট নয়। আমাদের দেশের তরুণ প্রজন্মের কাঁধে ভর করে আকাশ ছুঁতে পারব আমরা।’ মোদীর সংযোজন, ‘যা স্বপ্ন আমরা দেখেছি, যে প্রতিশ্রুতি রেখেছি, তা পূরণ করতে বদ্ধপরিকর। কোনও বিশ্রাম নেওয়ার সময় আমার নেই।’

মোদী বলেন, ‘এর আগে প্রতিটি সরকার তাদের কাজের তুলনা করত পূর্বের প্রশাসনের সঙ্গে। আমরাও একই পথে চলেছি। কিন্তু এখন আর এই তুলনা যথেষ্ট নয়। আমাদের সামনে এখন নয়া লক্ষ্য। আর সেই লক্ষ্যই হবে উন্নয়নের মাপকাঠি।’

তিনি স্পষ্ট করে বলেন, ‘আজকের ভারত আরাম করে সাফল্য অর্জন করতে চায় না। আমাদের আরও কঠোর পরিশ্রম করতে হবে। বর্তমানে ভারতের সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে। দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব নিতে হবে। ভবিষ্যতের প্রতিটি পদক্ষেপ এমনভাবে করতে হবে যাতে আগামী সুদৃঢ় হয়।’