BigNews: ভারতে দুই বছরে ৪৪৮৪ কারাবন্দির মৃত্যু, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য
ভারতে গত দুই বছরে চার হাজার চারশ ৮৪ জন কারাবন্দির মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে বিজেপি শাসিত উত্তরপ্রদেশে। দ্বিতীয় স্থানে পশ্চিমবঙ্গ। মঙ্গলবার (২৬ জুলাই) লোকসভার অধিবেশনে এমন তথ্য ওঠে আসে।
অধিবেশনে লিখিতভাবে রাজ্যভিত্তিক কারাবন্দির মৃত্যুর তথ্য দেয় কেন্দ্রীয় সরকার। দেশটির কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রাই সংসদে জানান, ২০২০ এবং ২০২১ সালে উত্তরপ্রদেশে ৯৫২ জন জেলবন্দির মৃত্যু হয়েছে। ২০২০ সালে ৪৫১ জন এবং ২০২১ সালে ৫০১ জন বন্দি মারা গেছেন। অন্যদিকে, গত দুই বছরে পশ্চিমবঙ্গে জেলবন্দির মৃত্যুর সংখ্যা ৪৪২। ২০২০ সালে ১৮৫ এবং ২০২১ সালে ২৫৭।
উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গের পর তৃতীয় স্থানে আছে বিহার। নীতীশ কুমারের রাজ্যে দুই বছরে মোট ৩৯৬ জন জেলবন্দির মৃত্যু হয়েছে। অন্যদিকে, দক্ষিণ ভারতে গত এক বছরে জেলবন্দি মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্য ভাবে বেড়েছে।
২০২০ সালে তামিলনাড়ুতে বন্দিমৃত্যুর সংখ্যা ছিল ৬৩। ২০২১ সালে সেটা বেড়ে হয় ১০৯। তবে গোয়া এবং কর্ণাটকে জেলবন্দি মৃত্যুর সংখ্যা ১০-এর কম বলে জানিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার।
উত্তর ভারতে আবার জেলবন্দি মৃত্যুর সংখ্যা তুলনামূলক ভাবে কম। মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ এবং ত্রিপুরায় ১০টির কম বন্দির মৃত্যুর ঘটনা ঘটেছে। গত দুই বছরে কেন্দ্রশাসিত অঞ্চলগুলোতে বন্দিমৃত্যুর সংখ্যা শূন্য।
কেন্দ্রের তথ্য অনুযায়ী, ২০২০ থেকে ২০২১ সালের মধ্যে পুলিশের এনকাউন্টারে দেশটিতে মৃত্যু হয়েছে ২৩৩ জনের।