RUSHvsUKR: নিজেদের মিসাইলেই ইউক্রেনের ৪০ যুদ্ধবন্দি নিহত, জানিয়ে দিলো রুশ সেনা

রুশ বিচ্ছিন্নতাবাদীদের দখলকৃত দোনেৎস্কের একটি কারাগারে ইউক্রেনের চালানো হামলায় ৪০ জন ইউক্রেনীয় নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৭৫ জন।
শুক্রবার (২৯ জুলাই) এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

রুশ সংবাদমাধ্যমের খবরে বলা হয়, দোনেৎস্ক অঞ্চলে রুশ সেনাদের হাতে বন্দি রয়েছে বহু ইউক্রেনীয় সেনা। এসব যুদ্ধবন্দীদের মধ্যে ইউক্রেনের কট্টরপন্থী আজভ ব্যাটেলিয়নের সদস্যরাও রয়েছেন। যুদ্ধবন্দীদের বেশিরভাগই মারিউপোল থেকে বন্দি হয়েছিলেন। তবে দোনেৎস্ক অঞ্চলে ইউক্রেনের ছোঁড়া মিসাইলের আঘাতে ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে।

ইউক্রেনীয় সেনারা যুক্তরাষ্ট্র নির্মিত হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম (এম-১৪২ হাইমার্স) ব্যবহার করে দোনেৎস্কে মিসাইল ছুঁড়েছিল বলে দাবি করা হয় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে। এসব মিসাইল দোনেস্কের ওলেনিভকায় আঘাত হানে। ওই এলাকার একটি কারাগারে ইউক্রেনীয় সেনারা বন্দি ছিলেন। মিসাইল হামলায় কারাগারের ৮ কর্মী আহত হয়েছেন।

রুশপন্থী দোনেৎস্ক অঞ্চলের মুখপাত্র দানিল বেজসোনোভও একই দাবি করেছেন। তিনি জানিয়েছেন, শুক্রবার ওলেনিভিকা শহরে যুদ্ধবন্দিদের কারাগারে ইউক্রেনের মিসাইল আঘাত হানে। এতে ৪০ জন ইউক্রেনীয় যুদ্ধবন্দি প্রাণ হারিয়েছেন। তবে আহতের সংখ্যা ১৩০ বলে উল্লেখ করেন তিনি।

সূত্র: রয়টার্স