পার্থকে কেন ভুবনেশ্বরে নিয়ে যেতে হল? প্রশ্ন করলেন মমতা

দুর্নীতির অভিযোগে শনিবার গ্রেপ্তার হয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের শিল্প ও বাণিজ্যমন্ত্রী এবং ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা পার্থ চট্টোপাধ্যায়। গ্রেফতার হওয়া তৃণমূল মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে ভুবনেশ্বরে। এই বিষয় নিয়ে প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
এই বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘এটা আসলে অসম্মান রাজ্যের। বাংলার কি কিছু নেই ? বাংলায় একাধিক দেশের মধ্যে প্রথম শ্রেণীর হাসপাতাল রয়েছে।’ আবার অন্যদিকে এনিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বললেন, ‘উনি সবসময় বাংলা বাংলা করেন। কারণ উনি নিজের চেয়ার বাঁচিয়ে রাখতে চান।’
অপরদিকে জানা যাচ্ছে, এদিকে চিকিৎসার জন্য সোমবারই পার্থ চট্টোপাধ্যায়কে হাসপাতালে নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
হাসপাতাল থেকে যে প্রতিবেদন তৈরি হবে তার প্রতিলিপি তদন্ত কর্মকর্তা, মেডিকেল অফিসার ও আইনজীবীকে দিতে হবে। তারপর বিকেল ৪টায় মামলার শুনানি হবে। একইসঙ্গে ভিডিও লিঙ্কের মাধ্যমে অভিযুক্তকে হাজির করানোর নির্দেশও দিয়েছে আদালত।