দাবা খেলতে গিয়ে প্রতিদ্বন্দ্বী শিশুর আঙুল ভেঙে দিলো রোবট!

দাবা খেলতে গিয়ে প্রতিদ্বন্দ্বী শিশুর হাতের আঙুল ভেঙে দিয়েছে একটি দাবাড়ু রোবট।
রোববার (২৪ জুলাই) রুশ বার্তা সংস্থা তাস নিউজ-এর মাধ্যমে দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।
প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে রাশিয়ার রাজধানীতে মস্কো ওপেন প্রতিযোগিতায় সাত বছর বয়সী এক শিশুর আঙুল ভেঙে দেয় প্রতিপক্ষ রোবটটি।
মস্কো দাবা ফেডারেশনের সভাপতি সের্গেই লাজারেভ তাসকে বলেন, ‘রোবটটি শিশুটির আঙুল ভেঙে দিয়েছে। ঘটনাটি অবশ্যই খারাপ।’
ঘটনাটির একটি ভিডিওতে দেখা গেছে, শিশুটির একটি গুটি খেতে যাচ্ছিল রোবটটি। কিন্তু রোবটটির চাল শেষ হওয়ার আগেই শিশুটি নিজের চাল দিতে শুরু করে। তখন শিশুর আঙুল চেপে ধরে রোবটটি। পরে এক নারী ও তিনজন পুরুষ ছুটে এসে শিশুটিকে ছাড়িয়ে নেয়।
তাজারেভ বলেন, রোবটটি এর আগে কোনও দুর্ঘটনা ছাড়াই অনেক ম্যাচ খেলেছে। রোবটটির চাল সম্পূর্ণ হওয়ার আগেই শিশুটি চাল দিতে যাওয়ায় মূলত এ দুর্ঘটনাটি ঘটেছে।
তিনি বলেন, এর বেশ কিছু সুরক্ষানীতি রয়েছে, যা স্পষ্টতই শিশুটি লঙ্ঘন করেছিল। সে চাল দেওয়ার সময় বুঝতে পারেনি, আগে তাকে অপেক্ষা করতে হবে।
রাশিয়ার বাজা টেলিগ্রাম চ্যানেল জানিয়েছে, দুর্ঘটনার শিকার শিশুটির নাম ক্রিস্টোফার। সে মস্কোর অনূর্ধ্ব-৯ দাবাড়ুদের সেরা ৩০ জনের মধ্যে অন্যতম। তবে আঙুল ভাঙলেও মনোবল ভাঙেনি শিশুটির। পরদিন সে আবার ম্যাচ খেলেছে এবং টুর্নামেন্ট শেষ করেছে।