‘DON’-এর মতো আচরণ করছেন পার্থ চট্টোপাধ্যায়, বিস্ফোরক ED
July 24, 2022

রাজ্যের বর্তমান শিল্পমন্ত্রী ও প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। গ্রেফতারের পর এবার আরো একবার সম্মুখ সমরে কেন্দ্রীয় ও রাজ্য সরকার। রাতভর মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। এ ঘটনার পর থেকেই ভেঙে পড়েছেন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। টানা জিজ্ঞাসাবাদের মাঝে অসুস্থ হয়ে পড়েন পার্থ।
গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায়কে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। কেন পার্থ চট্টোপাধ্যায়কে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে তা নিয়ে আপত্তি তুলেছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা ইডি। মন্ত্রীর অসুস্থতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন ইডির অফিসাররা।
ইডি অভিযোগ করেছে যে পার্থ চট্টোপাধ্যায় হাসপাতালে ডনের মতো আচরণ করছেন। তিনি তাদের কোনো কথার সঠিকভাবে উত্তর দিচ্ছেন না এবং জিজ্ঞাসাবাদে সহযোগিতা করছেন না।