” অসমে হিন্দু কমে ৫৭% ,মুসলিম বেড়ে ৪১%” -ফের বিস্ফোরক হিমন্ত বিশ্বশর্মা

অসমে হিন্দু ও মুসলিম জনসংখ্যার অনুপাত পরিবর্তিত হচ্ছে। এই পরিবর্তনের ফলে রাজ্যের কিছু অংশে উদ্বেগ সৃষ্টি হয়েছে। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই বিষয়টি উল্লেখ করেছেন।

তিনি জানিয়েছেন, রাজ্যের বিভিন্ন জেলায় জনসংখ্যার বণ্টন দ্রুত পরিবর্তিত হচ্ছে, যার ফলে স্থানীয় জনগণের মধ্যে উদ্বেগ বাড়ছে। এই পরিবর্তনের কারণ হিসেবে তিনি বিভিন্ন কারণ উল্লেখ করেছেন, যার মধ্যে রয়েছে জনসংখ্যা বৃদ্ধি, অভিবাসন এবং সামাজিক-আর্থিক পরিবর্তন।

অসমের মুখ্যমন্ত্রী বলেন, ‘একটা সময়ে অসমে হিন্দু জনসংখ্যা ৬০ থেকে ৬৫ শতাংশ ছিল। তবে তা কমে দাঁড়িয়েছে ৫৭ শতাংশ। অন্যদিকে, মুসলিম জনসংখ্যা বেড়ে ৪১ শতাংশ হয়ে গিয়েছে।’

হিমন্ত বলেন, ‘জনসংখ্যার এমন তারতম্যের জেরে অসমের ভবিষ্যৎ প্রশ্নের মুখে দাঁড়িয়েছে। তাই সব ধর্মীয় সম্প্রদায়কে হিমন্তের কড়া বার্তা, পরিবার পরিকল্পনা নিয়ে আরও বেশি সতর্ক হতে হবে সকলকে।