SBI-গ্রাহকদের বড় ধাক্কা, ফের বাড়ানো হলো লোনের EMI

স্বাধীনতা দিবসের দিন থেকেই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই) গ্রাহকদের জন্য একটি খারাপ খবর এসেছে। ব্যাঙ্কটি গাড়ি ও বাড়ি লোনের সুদের হার বাড়িয়েছে। এটি টানা তিন মাসে সুদের হার বাড়ানোর ঘটনা।

এমসিএলআর (Marginal Cost of Lending Rate) নামে পরিচিত এই সুদের হার বাড়ার ফলে গ্রাহকদের ইএমআই বাড়বে। যার ফলে সাধারণ মানুষের বাজেটে চাপ পড়বে। উদাহরণস্বরূপ, ৩ বছরের লোনের ক্ষেত্রে সুদের হার ৯% থেকে বেড়ে ৯.১% হয়েছে।

রেজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) যখন ব্যাঙ্কগুলিকে ঋণ দেয়, তখন সেই সুদের হারকে রেপো রেট বলা হয়। এই রেপো রেট অপরিবর্তিত থাকলেও, এসবিআই নিজেদের সুদের হার বাড়িয়েছে। এর ফলে গ্রাহকদের কষ্ট বাড়ছে।

এই সিদ্ধান্তের ফলে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। অনেকেই মনে করছেন, এতে করে দেশের অর্থনীতি আরও মন্দার দিকে যাচ্ছে।