RG Kar-এ হামলার ঘটনায় গ্রেপ্তার ১৯, অপরাধী চেনাতে সহায় সোশ্যাল মিডিয়ায়
August 16, 2024

আরজি কর হাসপাতালে হওয়া ভাঙচুরের ঘটনায় জড়িতদের ধরতে কলকাতা পুলিশ সক্রিয়। পুলিশ ইতিমধ্যে ১৯ জনকে গ্রেপ্তার করেছে।
পুলিশের তরফ থেকে প্রকাশিত ছবির সাহায্যে সাধারণ মানুষের সহযোগিতায় পাঁচজন অভিযুক্তকে চিহ্নিত করা হয়েছে। পুলিশের একটি বিবৃতিতে বলা হয়েছে, “আমরা আশা করি খুব শীঘ্রই বাকি অভিযুক্তদেরও গ্রেপ্তার করা যাবে।”
স্বাধীনতা দিবসের আগের রাতে হাসপাতালে হওয়া এই হামলার ঘটনায় মূলত চিকিৎসকদের আন্দোলনকে প্রতিহত করার চেষ্টাই করা হয়েছিল বলে অনেকে মনে করছেন। হাসপাতালের বিভিন্ন অংশে ভাঙচুর চালানো হয়েছিল এবং পুলিশ কর্মীদেরও আহত করা হয়েছিল।
পুলিশের এই গ্রেফতারির পদক্ষেপকে স্বাগত জানিয়েছে বিভিন্ন মহল। তবে, অনেকেই এখনও দাবি করছেন যে এই ঘটনার পিছনে কোনো বড় ষড়যন্ত্র থাকতে পারে।