“আপনাদের সঙ্গে আছি”-RG Kar -এর ঘটনার প্রতিবাদে আবেগপ্রবণ রচনা ব্যানার্জি

স্বাধীনতা দিবসের আগের রাতে, রাজ্য জুড়ে মহিলারা আরজি কর হাসপাতালে ঘটে যাওয়া নৃশংস ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন। এই প্রতিবাদে তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ও যোগ দিয়েছেন।

একটি ভিডিও বার্তায় রচনা বলেন, “আমি একজন মহিলা হিসাবে, একজন মায়ের হিসাবে, আজ আপনাদের সকলের সঙ্গে আছি। আমরা কি স্বাধীন? দেশ স্বাধীন হলেও, আমরা কি স্বাধীন? দিল্লি হোক, মুম্বই হোক, নাকি মণিপুর, নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছেই।”

তিনি আরও বলেন, “আরজি করের ঘটনা অত্যন্ত নিন্দনীয়। আমরা সবাই মিলে এই ঘটনার বিচার চাই।” রচনা মহিলাদের এই প্রতিবাদকে ‘স্যালুট’ জানিয়ে বলেন, “আপনারা যা করেছেন তার জন্য আমি মহিলা হিসাবে আপনাদের সঙ্গে আছি। এই আওয়াজ উঠিয়ে রাখবেন যতক্ষণ না সুবিচার পায় ওই নির্যাতিতা।”

তিনি বলেন, ‘এরকম মহিলাদের আওয়াজ আমার মনে হয় না ভারতবর্ষে এর আগে কোথাও উঠেছে‌। তাই সব মহিলাদের আমি স্যালুট জানাই। আপনারা যা করেছেন তার জন্য আমি মহিলা হিসেবে আপনাদের সঙ্গে আছি। এই আওয়াজ উঠিয়ে রাখবেন যতক্ষণ না সুবিচার পায় ওই নির্যাতিতা। তাঁর বাবা-মা যেন সুবিচার পায়। দোষী যেন শাস্তি পায়।’