রক্তাক্ত দেশে শান্তি আনার চেষ্টা, ইউনূস নিজের কাছে রাখলেন ২৭ দফতরে হাতে দায়িত্ব

নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে একটি নতুন অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। ১৭ সদস্যের এই সরকারে বেশিরভাগ দায়িত্ব নিজের হাতে নিয়েছেন ড. ইউনূস। তিনি প্রতিরক্ষা, শিক্ষা, অর্থনীতিসহ মোট ২৭টি মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই তরুণ নেতা, নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, এই সরকারের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন। তাদেরকে যথাক্রমে ডাক ও টেলিযোগাযোগ এবং যুব ও ক্রীড়া মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে।
ইউনূসের হাতেই থাকছে বিজ্ঞান ও প্রযুক্তি, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, নৌ-পরিবহন, জল সম্পদ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রক। সেইসঙ্গে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ, তথ্য ও সম্প্রচার, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান, শ্রম ও কর্মসংস্থান, সংস্কৃতি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক, প্রাথমিক ও গণশিক্ষা এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রকও থাকছে তাঁর হাতে।
এই নতুন সরকারের গঠন বাংলাদেশের রাজনীতিতে নতুন এক অধ্যায়ের সূচনা করেছে। ড. ইউনূসের নেতৃত্বে দেশের অর্থনীতি ও সমাজ ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে।