“১৮ মাস ধরে সিসোদিয়া বন্দি, বিচার শুরুও হয়নি”- ED-CBI-কে ‘ধমক’ সুপ্রিমকোর্টের

দিল্লির আবগারি দুর্নীতি মামলায় মণীশ সিসোদিয়াকে জামিন
প্রায় আঠারো মাস কারাগারে কাটিয়ে, দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া অবশেষে জামিন পেয়েছেন। দিল্লির আবগারি দুর্নীতি মামলায় সিবিআই এবং ইডি দুটি সংস্থাই তাঁকে গ্রেপ্তার করেছিল। কিন্তু, সুপ্রিম কোর্টের নির্দেশে তিনি জামিনে মুক্ত হয়েছেন।
আদালতের মতে, কোনো ব্যক্তিকে বিনা বিচারে দীর্ঘদিন কারাগারে রাখা তাঁর মৌলিক অধিকারের লঙ্ঘন। সিসোদিয়ার বিচার প্রক্রিয়া অস্বাভাবিকভাবে দীর্ঘায়িত হওয়ায় আদালত ক্ষুব্ধ।
তবে, জামিন পাওয়ার জন্য সিসোদিয়াকে চারটি শর্ত মানতে হবে। তাঁকে জামিন বন্ড জমা দিতে হবে, পাসপোর্ট জমা রাখতে হবে, নিয়মিত আদালতে হাজির হতে হবে এবং তদন্তকারীদের সঙ্গে সহযোগিতা করতে হবে।
এই রায়ে সুপ্রিম কোর্ট নিম্ন আদালতকেও তির্যক করেছে। আদালত বলেছে, জামিন দেওয়া হল নিয়ম, জেলে রাখা ব্যতিক্রম। সিসোদিয়ার বিষয়ে নিম্ন আদালত এই নিয়ম ভুলে গিয়েছে।