বাংলার ছেলের বিশ্বজয়! ১৪টা গ্র্যামি জয়ী গায়িকাকে হারিয়ে এক নম্বরে অরিজিৎ

গান শোনার দুনিয়ায় সবচেয়ে জনপ্রিয় প্ল্যাটফর্ম স্পটিফাইতে এক নজিরবিহীন সাফল্য অর্জন করেছেন ভারতীয় গায়ক অরিজিৎ সিং। হাজার হাজার মাইল দূরে বসে তাঁর গান শুনে মন্ত্রমুগ্ধ হয়েছে বিশ্ববাসী। এবার সেই জনপ্রিয়তার পরিমাণ আরও একবার প্রমাণিত হল। স্পটিফাইতে ফলোয়ারের সংখ্যায় টেলর সুইফটকে টপকে গিয়ে এক নম্বরে উঠে এসেছেন অরিজিৎ।

বর্তমানে অরিজিতের ফলোয়ারের সংখ্যা দাঁড়িয়েছে ১১ কোটি ৭২ লক্ষ ১১ হাজার ১৫৪ জনে। আর টেলর সুইফটের ফলোয়ার একটু কম, ১১ কোটি ৭১ লক্ষ ৮৯ হাজার ৯৯৯ জন। এই তালিকায় তিন নম্বরে রয়েছেন এড শেরন।

একসময় এই তালিকায় শীর্ষে ছিলেন এড শেরন। কিন্তু অরিজিতের জনপ্রিয়তা এত দ্রুত বাড়ছে যে গত এক বছরে তিনি শীর্ষে উঠে এসেছেন। মাত্র এক বছর আগে অরিজিতের ফলোয়ার ছিল সাড়ে আট কোটির মতো। কিন্তু এখন সেই সংখ্যা অনেক বেড়ে গিয়েছে।

মুর্শিদাবাদের সাধারণ এক পরিবারে জন্ম, জিয়াগঞ্জে বেড়ে ওঠা এই গায়ক আজ পুরো দুনিয়ার মন জয় করেছেন। তাঁর গানে মন ভাঙা গানের সুর মেলে।

অরিজিৎ নিজে খুব একটা লাইমলাইট পছন্দ করেন না। তবুও তাঁর গানের জাদুতে সারা দুনিয়া মুগ্ধ। আশিকি ২ ছবির ‘তুম হি হো’ গান তাঁর জীবন বদলে দিয়েছিল।

কিন্তু দুঃখের বিষয়, শারীরিক অসুস্থতার কারণে অরিজিৎ এখন সব কনসার্ট বাতিল করে দিয়েছেন। সকলেই প্রার্থনা করছেন, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আবার গান গাওয়া শুরু করেন।