ডিভোর্সের ২.৫ বছর হতে না হতেই ফের বিয়ে! ছেলে-বউমাকে পাশে নিয়ে কী লিখলেন নাগার্জুন?

আর কোনো রহস্য নেই! নাগার্জুন নিজেই জানিয়ে দিলেন যে তাঁর ছেলে নাগা চৈতন্যের বাগদান হয়েছে অভিনেত্রী শোভিতা ধুলিপালার সঙ্গে। সামান্থা রুথ প্রভুর সঙ্গে বিচ্ছেদের প্রায় আড়াই বছর পর এই খবর সবার মধ্যে আনন্দ ছড়িয়ে দিয়েছে।

বৃহস্পতিবার, নাগার্জুনের হায়দরাবাদের বাড়িতে একটি ঘরোয়া অনুষ্ঠানে এই বাগদান সম্পন্ন হয়। ছবি শেয়ার করে নাগার্জুন শোভিতাকে তাঁদের পরিবারে স্বাগত জানিয়েছেন। নবদম্পতির সুখের জীবনের জন্য তিনি আশীর্বাদ করেছেন।

ছেলে ও নতুন বউমার সঙ্গে ছবি শেয়ার করে নাগার্জুন লিখেছেন, ‘আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে শোভিতা ধুলিপালার সঙ্গে আমাদের ছেলে নাগা চৈতন্যের বাগদান সম্পন্ন হয়েছে। শোভিতাকে আমাদের পরিবারে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। সুখী দম্পতিকে অভিনন্দন! তাদের আজীবন ভালবাসা এবং সুখে ভরে উঠুক, এটাই কামনা করি। ঈশ্বর ওঁদের মঙ্গল করুন!’

দীর্ঘদিন ধরে শোভিতা এবং নাগার সম্পর্কের গুজব চলছিল। লন্ডনে একসঙ্গে তাদের ছবি ভাইরাল হওয়ার পর থেকেই এই গুজব আরও জোরদার হয়। যদিও তারা কখনোই তাদের সম্পর্কের কথা স্বীকার করেননি, তবুও ভক্তরা সবসময়ই তাদের একসঙ্গে দেখতে চেয়েছিলেন।

এর আগে নাগা চৈতন্য অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তাদের বিচ্ছেদের খবর তখন ভক্তদের জন্য এক বড় ধাক্কা ছিল। বিচ্ছেদের পর থেকেই নাগার পরিবারের সঙ্গে শোভিতার সম্পর্ক ভালো চলে আসছে।