তীব্র ভূমিকম্পে ফের কেঁপে উঠল জাপান, সুনামি অ্যালার্ট, মনে করালো ২০১১-র স্মৃতি

জাপান আবারও কেঁপে উঠল। দেশটির দক্ষিণাঞ্চলে রিখটার স্কেলে ৭.১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পরই সুনামি সতর্কতা জারি করা হয়েছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল নিচিনানের ২০ কিলোমিটার উত্তর-পূর্বে, সমুদ্রপৃষ্ঠ থেকে ২৫ কিলোমিটার গভীরে ছিল।
স্থানীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে জারি করা সতর্কতায় বলা হয়েছে, সমুদ্রের পানি প্রায় ১ মিটার উঁচু হয়ে উপকূলে আছড়ে পড়তে পারে। ফলে উপকূলবর্তী এলাকা, নদী ও হ্রদের আশপাশের অঞ্চলে বসবাসকারীদের অবিলম্বে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানানো হয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় জাপান সরকার একটি বিশেষ টাস্ক ফোর্স গঠন করেছে।
জাপান বিশ্বের অন্যতম ভূকম্পপ্রবণ দেশ। টেকটোনিক পাতের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় এখানে প্রায় প্রতিদিনই ছোট-বড় ভূমিকম্প অনুভূত হয়। কখনো কখনো এই ভূমিকম্পগুলি প্রচণ্ড শক্তিশালী হয় এবং সুনামি সৃষ্টি করে। ১২ কোটি ৫০ লক্ষ জনসংখ্যার এই দেশে প্রতি বছর দেড় হাজারের বেশি ভূমিকম্প হয়, যদিও তাদের বেশিরভাগই মৃদু।
চলতি বছরের শুরুতেই জাপানে একটি ভয়াবহ ভূমিকম্পে অন্তত ২৬০ জনের মৃত্যু হয়েছিল।