নিউমোনিয়া থেকে কার্ডিয়াক অ্যারেস্ট, কেমন ছিল বুদ্ধদেবের শেষ মুহূর্তের শারীরিক অবস্থা?

প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য আর নেই। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর শুক্রবার বিকেলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর ইচ্ছে অনুযায়ী, দেহদান করা হবে।
বুদ্ধদেববাবুর শারীরিক অবস্থা গত কয়েকদিন ধরে খুবই খারাপ ছিল। ফুসফুসের গুরুতর সংক্রমণের জেরে তাঁর অবস্থা আচমকা খারাপ হয়ে যায়। চিকিৎসকদের মতে, বর্ষার আর্দ্র আবহাওয়ায় তাঁর COPD-র সমস্যা আরও জটিল হয়ে ওঠে। শেষ পর্যন্ত নিউমোনিয়ার জেরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়।
প্রাক্তন মুখ্যমন্ত্রীর চিকিৎসক বলেন, ‘এই বর্ষার স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় COPD-র সমস্যা বেড়েছিল। তার সঙ্গেই ছিল ভাইরাল অথবা ব্যাকটেরিয়াল সেকেন্ডারি ইনফেকশন। জ্বর থাকায় তাঁকে উডল্যান্ডস হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু, তিনি হাসপাতালে ভর্তি হতে চাননি। ভোররাত থেকে অবস্থার চূড়ান্ত অবনতি ঘটে। নিউমোনিয়ার জেরে কার্ডিয়াক অ্যারেস্ট হয় ৮টা ২০ মিনিট নাগাদ। অক্সিজেন স্যাচুরেশন ৪০% হয়ে যায়। আর ঘুরে দাঁড়াতে পারেনি তাঁর শরীর।’
তাঁর শেষযাত্রা শুক্রবার বিকেলে হবে। শেষকৃত্য না করে তাঁর দেহ দান করা হবে। দলীয় সূত্রে জানা গেছে, নীলরতন সরকার অথবা এসএসকেএম হাসপাতালে তাঁর দেহ দান করা হতে পারে।
এদিন পাম অ্যাভিনিউয়ের বাসভবনে বুদ্ধদেববাবুর দেহ রাখা হয়েছে। দলের শীর্ষ নেতারা তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে এসেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তাঁকে শ্রদ্ধা জানাতে যাবেন।