হানিমুনে কোথায় গেলেন অনন্ত-রাধিকা? একরাতের হোটেল খরচ জানলে চমকে যাবেন

চুটিয়ে মধুচন্দ্রিমায় মগ্ন অনন্ত-রাধিকা: কোস্টারিকার বিলাসবহুল রিসর্টে রাজকীয় জীবনসদ্য বিবাহিত অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট মধ্য আমেরিকার কোস্টারিকায় পৌঁছে চুটিয়ে মধুচন্দ্রিমা উপভোগ করছেন। কয়েকদিন আগে অলিম্পিক্সে অংশ নিতে ফ্রান্সের প্যারিসে দেখা গেলেও, এবার তারা কোস্টারিকার বিলাসবহুল রিসর্ট ‘কাসা লাস ওলাস’-এ বিশ্রাম নিচ্ছেন।
কোস্টারিকার স্থানীয় সংবাদমাধ্যম ‘দ্য টিকো টাইমস’-এর প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ অগস্ট থেকে এই রিসর্টে অবস্থান করছেন অনন্ত-রাধিকা। মুকেশ আম্বানির ছেলে ও পুত্রবধূর এই বিলাসবহুল ছুটি কতদিন চলবে, তা এখনও জানা যায়নি।
উল্লেখ্য, নীতা আম্বানি ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির সদস্য হিসেবে প্যারিসে অলিম্পিক্সের ব্যস্ততা সামলাচ্ছেন। সূত্রের খবর, মা-র সঙ্গে দেখা করেই অনন্ত-রাধিকা কোস্টারিকার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন।
কাসা লাস ওলাস রিসর্টটি প্রশান্ত মহাসাগরের তীরে অবস্থিত। ১৮ হাজার ৪৭৫ বর্গ ফুট এলাকা জুড়ে বিস্তৃত এই রিসর্টে ৬টি বেডরুম, মিডিয়া রুম, জিম, ১০০ ফুটের সুইমিং পুল এবং আরামদায়ক আউটডোর স্পেস রয়েছে।
এই রিসর্টে এক রাতের ন্যূনতম ভাড়া ২৩ হাজার মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ১৯ লক্ষ টাকা)। অতিথিরা নিজের পছন্দের রাঁধুনি, বারটেন্ডার এবং ব্যক্তিগত ট্রেনার নিয়ে আসতে পারেন। ছোটদের জন্য বিশেষ করে সাজানো ঘর এবং মেডিটেশন, যোগ ও ওয়ার্কআউটের ব্যবস্থাও রয়েছে।