মিষ্টি মেয়ের বোল্ড অবতার, কালো ব্রালেটে সি-বিচে ধরা দিলেন অভিনেত্রী রাজনন্দিনী

রাজনন্দিনী পাল, যিনি নিজের রূপ দিয়ে ইন্ডাস্ট্রির অভিনেত্রীদের চমকে দিতে পারেন। রূপের পাশাপাশি অভিনয়েও তিনি একদম সেরা। টলিপাড়ায় ধীরে ধীরে নিজের জায়গা করে নিচ্ছেন ইন্দ্রাণী দত্তের মেয়ে রাজনন্দিনী। সম্প্রতি, তাঁর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যাতে তাঁর সৌন্দর্য দেখে সকলেই মুগ্ধ।
কালো ব্রালেট ও শর্টসে সমুদ্রের ধারে রাজনন্দিনীর কিলার পোজ নেটদুনিয়াকে তরঙ্গিত করেছে। তাঁর মেদহীন দেহ আর সানগ্লাসে তিনি যেন এক নতুন সংবেদন। এই ভিডিওতে রাজনন্দিনীর সৌন্দর্য আর আবেদনের জাদুতে সকলেই মুগ্ধ।
টলিপাড়ায় ওয়েব সিরিজ থেকে বড়পর্দা সবেতেই রাজনন্দিনী নিজের অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করেছেন। ‘উড়নচণ্ডী’ সিরিয়াল থেকে শুরু করে ‘পাঁচফোড়ন’, ‘ট্রু লাভ’, ‘সম্পূর্ণা’ সহ একাধিক ওয়েব সিরিজে তিনি অভিনয় করেছেন। এবার হইচইতে মা দুর্গা রূপে দেখা যাবে তাঁকে।
মা ইন্দ্রাণীর মতো রাজনন্দিনীও নাচে পারদর্শী। তাঁর সৌন্দর্য, অভিনয় আর নাচের যোগফল তাকে টলিপাড়ার এক নতুন তারকা বানিয়েছে।