“হিন্দুদের উপর আক্রমণ শুধুমাত্র বাংলাদেশের অভ্যন্তরীন বিষয় হতে পারে না”-সদগুরু

বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার মধ্যে হিন্দু সংখ্যালঘুদের উপর ব্যাপক হামলার ঘটনা ঘটছে। বাড়ি, দোকান ও মন্দির লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে বলে খবর পাওয়া গেছে।

এই ঘটনায় ভারতের আধ্যাত্মিক গুরুরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। ঈশা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদগুরু ও যোগগুরু রামদেব উভয়েই বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ভারত সরকারের কাছে আর্জি জানিয়েছেন।

সদগুরু মনে করেন, ভারতীয় সংস্কৃতির অংশ হিসাবে বাংলাদেশের হিন্দুদের সুরক্ষা দেওয়া আমাদের দায়িত্ব। রামদেবও একই মত পোষণ করেছেন এবং এই ঘটনাকে মৌলবাদী শক্তির পরিকল্পিত ষড়যন্ত্র বলে অভিহিত করেছেন।

এক্স হ্যান্ডেলে সদগুরু লিখেছেন, ‘হিন্দুদের উপর আক্রমণ শুধুমাত্র বাংলাদেশের অভ্যন্তরীন বিষয় হতে পারে না। ভারত মহাভারত হতে পারবে না যদি না আমরা পড়শি দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে তাঁদের পাশে দাঁড়াতে পারি। একদিন যে দেশ আমাদের দেশেরই অন্তর্ভুক্ত ছিল দুর্ভাগ্যজনক ভাবে আজ তা আমাদের প্রতিবেশী দেশ। সেখানকার মানুষ যাঁরা এই সভ্যতার অঙ্গ তাঁদের নিরাপত্তা দেওয়া আমাদের কর্তব্য।’

বাংলাদেশকে স্বাধীন করার পরে সেখানকার হিন্দুদের রক্ষা করা ভারতের নৈতিক দায়িত্ব।এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে রামদেব বলেন, ‘আমাদের হিন্দু ভাই, মা, বোন, মেয়েদের সম্মান ও মর্যাদা যাতে ঝুঁকির মুখে না পড়ে তার জন্য সরকারকে আরও বেশি সজাগ থাকবে হবে তা ভেবেই শঙ্কিত আমি। গোটা দেশ বাংলাদেশের হিন্দুদের পাশে সর্বশক্তি দিয়ে দাঁড়াবে।’

১৯৭১ সালের বাংলাদেশ মুক্তিযুদ্ধের প্রসঙ্গে টেনে রামদেব বলেন, ‘বাংলাদেশ প্রতিষ্ঠায় আমরা সাহায্য করেছিলাম। আমরা যদি বাংলাদেশ তৈরি করতে পারি তবে সেখানে বসবাসরত হিন্দুদের রক্ষায় আমাদের শক্তি প্রদর্শন করা উচিত।’