প্রেম ভাঙল শ্রদ্ধা কাপুরের, রেগে গিয়ে কী করলেন নায়িকা ?

কয়েকদিন ধরেই বলিপাড়ায় গুঞ্জন রাহুল মোদির সঙ্গে নাকি ব্রেকআপ হয়েছে তার। তবে এই নিয়ে এখন পর্যন্ত মুখ খোলেননি শক্তি কাপুর কন্যা। কিন্তু হঠাৎই নজরে পড়ল ইনস্টাগ্রাম থেকে প্রেমিক রাহুল মোদিকে আনফলো করলেন শ্রদ্ধা! ব্যস, টলিপাড়ায় ফের শ্রদ্ধা ও রাহুলের ব্রেকআপের গুঞ্জন শুরু।
গত মাসেই রাহুল মোদির সঙ্গে শ্রদ্ধা তার সম্পর্ককে ইনস্টাগ্রামে অফিসিয়াল করেছিলেন। একমাস না কাটতেই আনফলো! এমনকী, শোনা গিয়েছিল, আগামী বছরই বিয়ে করবেন তারা।

রাহুল মোদী, যিনি ‘সোনু কে টিটু কি সুইটি’, ‘প্যায়ার কা পঞ্চনামা’ এবং ‘তু ঝুঠি ম্যায় মক্কর’-এর মতো ছবিতে কাজ করেছেন। তিনি পেশায় একজন লেখক। চলতি বছরের মার্চ মাসে, অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট গুজরাতের জামনগরে একটি প্রি-ম্যারেজ পার্টির আয়োজন করেছিলেন। যেখানে শ্রদ্ধা এবং রাহুলকে একসঙ্গে দেখা গিয়েছিল।

বলিউড সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, ‘তু ঝুঠি ম্যায় মক্কার’-এ কাজ করার সময় ঘনিষ্ঠতা বাড়ে শ্রদ্ধা ও রাহুলের। তারপর থেকে বেশ কিছুদিন ধরেই ডেটিং করছেন দু’জনে। জুন মাসে দুজনে জুটিতে একটি ছবি শেয়ার করেন। সেই ছবির ক্যাপশনে শ্রদ্ধা লিখেছিলেন, ‘দিল রাখ লে, নিন্দ তো ওয়াপাস দে ইয়ার (আমার হৃদয় কেড়ে নাও, অন্তত আমার ঘুমটা ফিরিয়ে দাও)।’ সঙ্গে হাসি মুখ আর লাল হৃদয়ের ইমোজি।