“চুল কেটে, শরীর থেকে রক্ত বের করেও ওজন কমানোর চেষ্টা করেছিলেন ভিনেশ”

সোনার স্বপ্ন ছিল হাতের কাছে, কিন্তু ভিনেশ ফোগটকে হতাশ করে দিল নির্ধারিত ওজন! ফাইনালে উঠেও অযোগ্য ঘোষিত হয়েছেন ভারতীয় এই কুস্তি তারকা। আজ সকালে ওজন মাপার সময় দেখা যায়, তাঁর ওজন নির্ধারিত ৫০ কেজির থেকে ১৫০ গ্রাম বেশি।

এরপর শুরু হয় এক অবিশ্বাস্য সংগ্রাম। জগিং, সাইক্লিং—সব কিছুই করার পরও ওজন কমেনি। শেষ পর্যন্ত চুল কেটে, শরীর থেকে রক্ত বের করেও ওজন কমানোর চেষ্টা করা হয়। কিন্তু সব প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায়।

স্পোর্টস্টারের রিপোর্ট অনুযায়ী, প্যারিসের সময় সকাল ৭টা ১৫ মিনিটে ওজন নেওয়া হলে, ভিনেশের ওজন সামান্য বেশি পাওয়া যায়। ৫০ কেজির এক গ্রামও বেশি হলেই চলত না। এই কঠিন সিদ্ধান্তের কারণে ভিনেশকে প্রতিযোগিতা থেকে বাদ দেওয়া হয়।

প্রতিযোগিতার প্রথম দিনে ভিনেশের ওজন ৪৯.৯০ কেজি ছিল। কিন্তু সেমিফাইনালের পর ওজন বেড়ে ৫২.৭ কেজি হয়ে যায়। এই হঠাৎ ওজন বাড়ার কারণে কোচ এবং সাপোর্ট স্টাফ সারা রাত জেগে থেকে ভিনেশকে সাহায্য করে।

ওজন কমাতে গিয়ে ভিনেশ জল খাওয়া বন্ধ করে দেন, যার ফলে তিনি ডিহাইড্রেটেড হয়ে পড়েন। প্রতিযোগিতা থেকে বাদ পড়ার পর তাঁকে তাড়াতাড়ি গেমস ভিলেজের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ভারতীয় দলের সদস্যরা তাঁকে দেখতে সেখানে যান।