সানি দেওলের জন্য ছবি ছেড়ে দিলেন আয়ুষ্মান খুরানা! জেনেনিন বর্ডার ২-এ বড় আপডেট

১৯৯৭ সালের ব্লকবাস্টার ‘বর্ডার’-এর সিক্যুয়েল ‘বর্ডার ২’ নিয়ে বলিউডে তোলপাড় চলছে। সানি দেওলের এই ছবিতে আয়ুষ্মান খুরানাকে দেখা যাবে বলে গুঞ্জন ছড়িয়ে পড়লেও, সর্বশেষ খবর অনুযায়ী, আয়ুষ্মান এই ছবিতে কাজ করবেন না।

কেন আয়ুষ্মান ছবিটি ছেড়ে দিলেন?

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, আয়ুষ্মান ‘বর্ডার ২’-তে নিজের চরিত্র নিয়ে বিভ্রান্ত ছিলেন। সানি দেওলের মতো বড় তারকার সঙ্গে কাজ করার ক্ষেত্রে তিনি নিশ্চিত ছিলেন না। তিনি মনে করেন, ছবিতে সানি দেওলের চরিত্রটিকেই বেশি গুরুত্ব দেওয়া হবে।

দিলজিৎ দোসাঞ্জের নামও উঠে এসেছে

আয়ুষ্মানের জায়গায় দিলজিৎ দোসাঞ্জকে নেওয়া হতে পারে বলেও গুঞ্জন রয়েছে। তবে এখনও পর্যন্ত এ ব্যাপারে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

‘বর্ডার ২’ কবে মুক্তি পাবে?

প্রযোজক বিনয় গান্ধী জানিয়েছেন, ‘বর্ডার ২’-এর শুটিং নভেম্বর মাসে শুরু হবে। এর আগে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে পুরো কলাকুশলীকে পরিচয় করিয়ে দেওয়া হবে।

আয়ুষ্মানের আগের প্রজেক্ট

এর আগে মেঘনা গুলজারের একটি ছবিতে কাজ করার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন আয়ুষ্মান। তারিখ মিল না হওয়ায় তাকে এই সিদ্ধান্ত নিতে হয়েছিল।