অশান্তিতে জ্বলছে ‘স্বাধীন’ বাংলাদেশ -স্বৈরাচারী শক্তির প্রতিবাদ মানে কি মৌলবাদকে সমর্থন?

অশান্তিতে জ্বলছে ‘স্বাধীন’ বাংলাদেশ। দিকে দিকে হচ্ছে হামলা আর গণপিটুনি। গত দুইদিনের তুলনায় আজ একটু কম হলেও এখনো শোনা যাচ্ছে বিভিন্ন স্থানের দুর্বৃত্তদের তান্ডব। আর বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সংবাদ মাধ্যমকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে সংবাদমাধ্যম এই সময় কে জানিয়েছেন রবিন হক নামের এক তরুণ আন্দোলনকারী –
“আমরা এখন এক অস্থির সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটলেও, নতুন করে ধর্মীয় উগ্রবাদ মাথা চাড়া দিচ্ছে। এই অন্ধকার সময়ে, আমরা ছাত্ররা আশার আলো হিসেবে দাঁড়িয়েছি।
আমাদের রাজশাহীতেও অশান্তি ছড়িয়ে পড়েছে। আওয়ামী লীগের অফিসে আগুন দেওয়া হয়েছে। লুটপাটের চেষ্টা চলছে। কিন্তু আমরা ভয় পাইনি। আমরা মানুষকে একত্রিত করেছি, লুটপাটকারীদের বাধা দিয়েছি। আমাদের মনে একটা বিপ্লবী চেতনা জাগরণ হয়েছে। আমরা জানি, ফ্যাসিবাদের পরে মৌলবাদকেও পরাজিত করতে হবে।
মানুষের মধ্যে একটা নতুন জাগরণ লক্ষ্য করছি। তারা আর দমে থাকতে চায় না। আমরা সকলে মিলে এই অন্ধকারকে দূর করব।”
“বাংলাদেশ এখন এক গভীর রাজনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। ফ্যাসিবাদী শাসনের পতনের পর, দেশে শূন্যতা তৈরি হয়েছে। এই শূন্যতা পূরণ করতে মৌলবাদীরা সুযোগ খুঁজছে।
আমরা, ছাত্ররা, এই পরিস্থিতি মোকাবিলায় সামনে এসেছি। আমরা লুটপাট, ভাঙচুর রোধ করছি, মানুষকে সচেতন করছি। আমরা বিশ্বাস করি, গণতন্ত্র ও সাম্যবাদই এই দেশের ভবিষ্যৎ।”