সোনা জয়ের স্বপ্নভঙ্গ, মিলছেনা কোনো পদকই! অলিম্পিক থেকে অযোগ্য ঘোষণা ভিনেশ ফোগটকে

ভিনেশ ফোগাটের স্বপ্নের অলিম্পিক যাত্রা হঠাৎ করেই বিষাদময় হয়ে উঠল। ওজনের একটি ছোট্ট পার্থক্যের কারণে তাকে অলিম্পিকের ফাইনাল থেকে বাদ দেওয়া হল।
দেশবাসী সোনার স্বপ্ন দেখছিল যে ভিনেশ ফাইনালে জিতে ইতিহাস গড়বে। কিন্তু আজ সকালে সেই স্বপ্ন চূর্ণবিচূর্ণ হয়ে গেল। প্রতিযোগিতার আগে ওজন মাপার সময় দেখা গেল, ভিনেশের ওজন নির্ধারিত ৫০ কেজির চেয়ে ১০০ গ্রাম বেশি। অতিরিক্ত সময় চেয়েও তিনি সেই অতিরিক্ত ওজন কমাতে পারেননি।
গত রাতে ভিনেশের ওজন ৫২ কেজি ছিল। ফাইনালের আগে ৫০ কেজির নীচে আসাটা তার জন্য অত্যন্ত জরুরি ছিল। কিন্তু শেষ মুহূর্তে ওজন বেড়ে যাওয়ায় তাকে প্রতিযোগিতা থেকে বাদ দেওয়া হল।
সেমিফাইনালে দারুণ খেলে ফাইনালে উঠে ভিনেশ ভারতের জন্য একটি পদক নিশ্চিত করেছিল। কিন্তু ওজনের এই ছোট্ট ভুলের কারণে স্বর্ণপদকের স্বপ্ন ভেঙে গেল।
ভারতীয় দলের পক্ষ থেকে আয়োজকদের কাছে অতিরিক্ত সময় চাওয়া হয়েছিল, কিন্তু তা মঞ্জুর হয়নি। ভিনেশের এই অপ্রত্যাশিত বাদ পড়া দেশবাসীর মনে শোকের ছায়া ফেলেছে।